• ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৯শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

ছাত্রলীগ কর্মীর হাতে যুবক খুন

bijoy71news
প্রকাশিত মে ২৯, ২০২৪
ছাত্রলীগ কর্মীর হাতে যুবক খুন

চট্টগ্রামে মাত্র ১৭ টাকা পাওনা আদায়কে কেন্দ্র করে মাহমুদুল হক (৩২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে ছাত্রলীগের এক কর্মী।

মঙ্গলবার (২৮ মে) বিকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নে এ ঘটনা ঘটে।

মাহমুদুল হক ছদাহার ৫ নম্বর ওয়ার্ডের আজিমপুর দেওয়ান আলী সিকদারপাড়ার বদিউল আলমের ছেলে। এ ঘটনায় বুধবার বিকাল পর্যন্ত মামলা হয়নি। ঘটনায় জড়িতরা সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

মঙ্গলবার বিকালে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নে ছুরিকাঘাত করা হয়। এ ঘটনায় জেয়াবুল হক নামে আরও একজন আহত অবস্থায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ ও নিহতের পরিবার সদস্যরা জানান, মাহমুদুল হক এলাকায় মাছের খাদ্য উৎপাদনকারী একটি মিলে চাকরি করতেন। রোববার সকালে কাজের ফাঁকে পার্শ্ববর্তী জনৈক ফেরদৌসের চায়ের দোকানে গিয়ে নাস্তা করেন। এতে ১৭ টাকা নাস্তার বিল আসে। এ সময় মাহমুদুল হকের সঙ্গে টাকা না থাকায় নাস্তার বিলটা বিকালে দেওয়ার কথা জানান। তখন দোকানদার ফেরদৌসের ছেলে ছাত্রলীগ কর্মী মো. রায়হান বলেন- বিকালে দেওয়া যাবে না, এখন দিতে হবে।

পরে মাহমুদুল হক মিলের ম্যানেজারের কাছ থেকে টাকা এনে বিল দিয়ে দেন। এরপর রায়হান জানান, আমার বাবা ও অন্য ভাইদের কাছ থেকেও বকেয়া টাকা পাবে। এসব বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়।

মঙ্গলবার বিকালে মাহমুদুল হকসহ সিএনজিচালিত অটোরিকশা নিয়ে জাকির হোসেনের চায়ের দোকানের সামনে গেলে ছাত্রলীগ কর্মী রায়হান এসে মাহমুদুল হক ও জেয়াবুল ছুরিকাঘাত করেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি নিয়ে গেলে মঙ্গলবার রাতে মাহমুদুল হককে মৃত ঘোষণা করা হয়। জেয়াবুল চিকিৎসাধীন আছেন।

সাতকানিয়া থানার ওসি প্রিটন সরকার জানান, আমি নির্বাচনি ডিউটিতে রয়েছি। হত্যার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।