কোম্পানীগঞ্জ উপজেলার পিয়াইন নদীতে অভিযান চালিয়ে যান্ত্রিক পদ্ধতিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১৫টি বোমা ও লিস্টার মেশিন ধ্বংস করা হয়েছে।
রোববার ( ২৪ মার্চ ) পরিবেশ অধিদপ্তর সিলেট এবং কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনার খবর পেয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারিরা নৌকা ও লিস্টার মেশিন ফেলে পালিয়ে যায়।
সেখানে বালু উত্তোলনে ব্যবহ্নত বেশ কয়েকটি নৌকা ডুবিয়ে দেয়া হয় এবং ১৫টি লিস্টার মেশিন আগুন দিয়ে ধ্বংস করা হয়। এসময় বালু উত্তোলনে জড়িত পাঁচ জনকে আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক বদরুল হুদা।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সুনজিত কুমার চন্দ জানান, অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা হয়। বালু উত্তোলনের সাথে জড়িত পাঁচজনকে আটক করা হয়েছে।
এব্যাপারে জড়িতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অবৈধভাবে বালু উত্তোলনকারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইউএনও।