• ১১ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে হত্যা

bijoy71news
প্রকাশিত মার্চ ১৯, ২০২৪
বাড়ি থেকে ডেকে নিয়ে ছাত্রলীগ নেতাকে হত্যা

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান ঝলককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (১৮ মার্চ) রাত ৯ টার দিকে উপজেলার সলিমাবাদ ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে ঝলকের নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতে জাহিদ তারাবির নামাজ পড়ে বাড়ি যান। ৯ টার দিকে কয়েকজন যুবক তাকে বাড়ি থেকে ডেকে বের করে। বের হওয়ার পরপরই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়।

পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক জাহিদ হাসান ঝলককে মৃত ঘোষণা করেন।