• ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে রমজান, ১৪৪৬ হিজরি

সিকৃবি প্রক্টর ও ছাত্র পরামর্শকের পদত্যাগ

bijoy71news
প্রকাশিত মার্চ ১৫, ২০২৪
সিকৃবি প্রক্টর ও ছাত্র পরামর্শকের পদত্যাগ

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) প্রক্টর ড. মো. মনিরুল ইসলাম এবং ছাত্র পরিমর্শক ও নির্দেশনা পরিচালক ড. মোহাম্মদ আতিকুজ্জামান নিজ নিজ পদ থেকে পদত্যাগ করেছেন। ইতিমধ্যে তারা সংশ্লিষ্টদের কাজে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

সিকৃবির প্রক্টর মো. মনিরুল ইসলাম জানিয়েছেন, বুধবার (১৩ মার্চ) তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন। কর্তৃপক্ষ চূড়ান্ত সিদ্ধান্ত নিবেন। কি কারণে তিনি পদত্যাগ করছেন জানতে চাইলে এর বাইরে তিনি কোনো মন্তব্য করেতে রাজী হননি।

সিকৃবির ছাত্র পরিমর্শক ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুজ্জামান জানিয়েছেন, বিভাগীয় প্রধান হওয়াতে কাজের চাপ বেশি। তাই একইসঙ্গে একাধিক দায়িত্ব তিনি পালন করতে চাননি। তাই তিনি পদত্যাগপত্র দিয়েছেন।

বৃহস্পতিবার (১৪ মার্চ) সিকৃবির রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম শোয়েব বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এখনো পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি।