সিলেট তামাবিল মহাসড়কে পিকনিকের বাস ও পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৬ বছরের এক শিশু নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো ১০/১২ জন। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
নিহত ওই শিশুর নাম পরশ (৬)। সে ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার সালিহর থানার রাসেল মিয়ার পুত্র।
শুক্রবার (৮ মার্চ) বেলা ১ টায় সিলেটগামী পাথর বোঝাই ট্রাক ( ঢাকা মেট্রো – ট – ১৬- ৫৯৪৮) হরিপুর গ্যাসফিল্ড সংলগ্ন উমনপুর এলাকায় এলে মহাসড়কের ভাঙা থেকে রক্ষা পেতে রং সাইডে চলে গিয়ে জাফলংগামী পিকনিকের যাত্রীবোঝাই বাস (ময়মনসিংহ -ব- ১১-০২৪৩) এর মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি ময়মনসিংহ গৌরিপুর থেকে সিলেটে এসেছিলো। আহতদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম। তিনি জানান ঘটনাস্থলে পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ারসার্ভিসের সদস্যরা উদ্ধার তৎপরতা চালিয়েছেন।