• ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

হবিগঞ্জে নির্বাচনী মাঠে লড়ছেন ৩১, আ. লীগসহ ৫ জনের প্রার্থিতা প্রত্যাহার

bijoy71news
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০২৩
হবিগঞ্জে নির্বাচনী মাঠে লড়ছেন ৩১, আ. লীগসহ ৫ জনের প্রার্থিতা প্রত্যাহার

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন অর্থাৎ (১৭ডিসেম্বর) রোববার বিকেল ৪টা পর্যন্ত হবিগঞ্জের ৪টি আসনের মধ্যে আ’লীগের প্রার্থীসহ মোট ৫ জন প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। ফলে এবার হবিগঞ্জের ৪টি সংসদীয় আসন থেকে নির্বাচনী মাঠে লড়ছেন মোট ৩১ জন প্রার্থী। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা দেবী চন্দ।

তিনি জানান, হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. মুশফিক হুসেন চৌধুরী, একই আসনের জাকের পার্টির প্রার্থী ইয়াসমিন আক্তার মুন্নি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র প্রার্থী মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী, হবিগঞ্জ-২ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী মোঃ ছাদিকুর মিয়া তালুকদার, হবিগঞ্জ-৪ আসনের জাকের পার্টি সৈয়দ আবুল খায়ের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

 

যারা নির্বাচনী মাঠে লড়ছেন তারা হলেন, হবিগঞ্জ-১ (বাহুবল-নবীগঞ্জ) স্বতন্ত্র প্রার্থী সাবেক সংরক্ষিত আসনের এমপি এডভোকেট আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মুনিম চৌধুরী বাবু, স্বতন্ত্র প্রার্থী গাজী মোহাম্মদ শাহেদ, ইসলামি ঐক্যজোট বাংলাদেশের মোস্তাক আহমেদ ফারকানী, কৃষক-শ্রমিক জনতা লীগের মো. নুরুক হক।

হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট ময়েজ উদ্দিন শরীফ রুয়েল, স্বতন্ত্র প্রার্থী এডভোকেট মো. আব্দুল মজিদ খান, কৃষক-শ্রমিক জনতা লীগের এডভোকেট মনমোহন দেবনাথ, ইসলামী ঐক্যজোট শেখ হিফজুর রহমান, জাতীয় পার্টি মনোনীত শংকর পাল, তৃণমূল বিএনপির প্রার্থী খায়রুল আলম, বিএনএম’র প্রার্থী এসএএম সোহাগ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মোঃ আব্দুল হামিদ, বাংলাদেশ কংগ্রেস এর প্রার্থী মোঃ জিয়াউর রশিদ।

হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ সদর-লাখাই ও শায়েস্তাগঞ্জ) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট মো. আবু জাহির, জাতীয় পার্টি মনোনীত আব্দুল মুমিন চৌধুরী, বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো. আদম আলী, বিএনএম’র মো. বদরুল আলম সিদ্দিকী, ন্যাশনাল পিপলস পার্টির মোঃ আব্দুল কাদির, জাকের পার্টির মোঃ আনছারুল হক, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ’র প্রার্থী মোঃ আব্দুল ওয়াহেদ, বাংলাদেশ কংগ্রেস এর প্রার্থী মোঃ নোমান হাসান, মুক্তিজোট এর প্রার্থী শাহিনুর রহমান।

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এডভোকেট মো. মাহবুব আলী, স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, বাংলাদেশ কংগ্রেস মনোনীত মো. আল আমিন, ইসলামি ঐক্যজোট বাংলাদেশ মোঃ আবু ছালেহ, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আহাদ উদ্দিন চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন মোঃ মুখলেছুর রহমান, ইসলামী ঐক্যফ্রন্ট বাংলাদেশ মোঃ আব্দুল মমিন, বাংলাদেশ সাংস্কৃতিক ঐক্যজোট প্রার্থী রাশেদুল ইসলাম খোকন।

এর আগে গত ৩০ নভেম্বর পর্যন্ত মোট ৪০ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। কিন্তু মনোনয়ন পত্রে ত্রুটি থাকায় বাদ পড়েন ৪ জন প্রার্থী। প্রসঙ্গত, হবিগঞ্জ-১ আসনে মূলত জাতীয় পার্টিকে ছাড় দিতেই কেন্দ্রের সিদ্ধান্ত অনুযায়ী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. মুশফিক হুসেন চৌধুরী তার মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন।