• ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ , ৫ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বাবার জন্মদিনে ‘রাজকুমার’র ক্যামেরা চালু করবেন রাষ্ট্রপতিপুত্র

bijoy71news
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৩
বাবার জন্মদিনে ‘রাজকুমার’র ক্যামেরা চালু করবেন রাষ্ট্রপতিপুত্র

আগামী ১০ ডিসেম্বর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের জন্মদিন। বিশেষ এই দিনে নিজের প্রযোজনা প্রতিষ্ঠান ‘ভার্সেটাইল মিডিয়া’র পরবর্তী সিনেমা ‘রাজকুমার’-এর শুটিং শুরু করবেন রাষ্ট্রপতিপুত্র আরশাদ আদনান।

ঢাকা টাইমসের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন অলটাইম ব্লকবাস্টার ‘প্রিয়তমা’ সিনেমার এই প্রযোজক। যার জন্য ‘প্রিয়তমা’ সুপারহিট, সেই ঢালিউড মেগাস্টার শাকিব খানকে নিয়েই আদনান শুরু করছেন তার ‘রাজকুমার’।

শুটিং শুরুর বিষয়ে আরশাদ আদনান বলেন, ‘সিনেমার টিম আগামী ১০ ডিসেম্বর শুটিং শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। কারণ, এদিন আমার বাবা মহামান্য রাষ্ট্রপতির জন্মদিন। সেদিন ঢাকায় সিনেমাটির শুটিং শুরু হবে।’

দ্বাদশ সংসদ নির্বাচনে পাবনা-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আরশাদ আদনান এই মূহুর্তে রাজনৈতিক ব্যস্ততার কারণে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্টতা অনেকটাই কম বলে ঢাকা টাইমসকে জানিয়েছেন।

রাষ্ট্রপতিপুত্র বলেন, ‘রাজনৈতিক ও সাধারণ মানুষের সঙ্গে কাজ করার জন্য শুধু প্রযোজক হিসেবে ফান্ডিং করা ছাড়া এই সিনেমার কোনোকিছুর সঙ্গে আপাতত আমি সম্পৃক্ত না। পুরোটাই টিমের উপর ছেড়ে দিয়েছি। পরিচালক, ম্যানেজার, এক্সিকিউটিভ পরিচালক তারা এই কাজটি দেখছে।’

‘রাজকুমার’-এ শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি। বিদেশি নায়িকা নেওয়া প্রসঙ্গে আদনান বলেন, ‘গল্পে একটি বিদেশি মেয়ে ডিমান্ড করে, যার কারণে হলিউডের নায়িকা কোর্টনি কফিকে নেওয়া হয়েছে।’

সিনেমার অন্যান্য চমকের কথা জানতে চাইলে আরশাদ আদনান জানান, মুম্বাইয়ের সিনেমাটোগ্রাফার ক্যামেরার পেছনে কাজ করবেন। এছাড়া আরও বেশকিছু চমক রয়েছে। ধাপে ধাপে পরিচালক সেগুলো প্রকাশ করবেন।

জানা গেছে, ‘রাজকুমার’ পরিচালনা করবেন শাকিব খানের ‘প্রিয়তমা’র নির্মাতা হিমেশ আশরাফ। এরইমধ্যে প্রি-প্রডাকশনের কাজ শেষ হয়েছে। ডিসেম্বরে ঢাকা, পাবনা, মানিকগঞ্জ, গাজীপুরে শুটিং হবে। এরপর জানুয়ারিতে আমেরিকায় শুটিং করবে ‘রাজকুমার’ টিম।

পরিচালক জানিয়েছেন, সিনেমার শুটিংয়ে অংশ নিতে শিগগিরই বাংলাদেশে আসবেন মার্কিন নায়িকা কোর্টনি কফি। কিন্তু কবে আসবেন সেটি এখনো চূড়ান্ত হয়নি।

হিমেল আশরাফ বলেন, ‘কিছুদিন আগে আমেরিকায় গিয়েছিলাম। কোর্টনি কফি মোটামুটি বাংলা শিখে নিজেকে প্রস্তুত করেছেন। তিনি ঢাকায় আসবেন। কিন্তু কবে আসবেন এ বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। আরও যারা অভিনয় করবেন শুটিংয়ের আগে নাম জানানো হবে।’

প্রযোজক আরশাদ আদনানের নির্বাচনি ব্যস্ততা ‘রাজকুমার’-এর কাজে কেনো প্রভাব ফেলবে না বলেও জানিয়েছেন নির্মাতা। তিনি বলেন, নিয়মিত আদনান ভাইয়ের সঙ্গে মিটিং করে প্রি-প্রডাকশনে যেগুলো প্রয়োজন সেগুলো সমাধান করছি। শুটিংয়ে ডিরেক্টরকে মনোযোগী হওয়া দরকার। আশা করছি, ‘রাজকুমার’-এর শুটিং প্রি-প্রডাকশনের প্ল্যানে শেষ করতে পারবো।’

পরিচালনার পাশাপাশি ‘রাজকুমার’ সিনেমাটির গল্প এবং চিত্রনাট্যও লিখেছেন হিমেল আশরাফ। ২০২০ সালে যখন বিশ্বব্যাপী কোভিড ভাইরাস হানা দেয়, তখন তিনি মার্নিক মুলুকে ঘরবন্দি থেকে গল্পটি লিখেছিলেন। অবশেষে সেটি পর্দায় দেখানোর ব্যবস্থা চলছে।