• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

খেলাপি ঋণ কমেছে সরকারি ব্যাংকগুলোতে, বেড়েছে বেসরকারিতে

bijoy71news
প্রকাশিত নভেম্বর ২২, ২০২৩

দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ কমেছে। তবে বেড়েছে বেসরকারি ব্যাংকগুলোতে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য এমনটাই বলছি।

তথ্য অনুযায়ী, গত জুলাই-সেপ্টেম্বর সময়ে বেসরকারি ব্যাংকগুলোর খেলাপি ঋণ বেড়েছে ৭ হাজার ৯০২ কোটি টাকা, তবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর খেলাপি ঋণ কমেছে ৮ হাজার ৬৫৭ কোটি টাকা।

সামগ্রিকভাবে দেশের ব্যাংকিং খাতের খেলাপি ঋণের পরিমাণ কিছুটা কমেছে। মূলত পুনঃতফসিলের মাধ্যমে জনতা ব্যাংকের কিছু খেলাপি ঋণ নিয়মিত করার কারণে খেলাপি ঋণ কমেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতের খেলাপি ঋণ দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৩৯৭ কোটি টাকায়, যা জুনের তুলনায় মাত্র ৬৪২ কোটি টাকা কম।

তবে, গত বছরের তুলনায় খেলাপি ঋণ বেড়েছে ২১ হাজার ১০১ কোটি টাকা। যা দেশের অর্থনীতির জন্য হুমকিস্বরূপ।