• ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ , ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

এ আর রহমানকাণ্ডে এবার গর্জে উঠলেন গায়ক আসিফ, দিলেন হুঁশিয়ারি

bijoy71news
প্রকাশিত নভেম্বর ১৪, ২০২৩
এ আর রহমানকাণ্ডে এবার গর্জে উঠলেন গায়ক আসিফ, দিলেন হুঁশিয়ারি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত গান ‘কারার ঐ লৌহকপাট’ বিকৃত করে সুর করার অভিযোগে কয়েকদিন ধরে বাঙালিদের রোষের মুখে রয়েছেন ভারতের অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান। ক্ষোভ প্রকাশ করেছেন কবি নজরুলের দুই নাতনি মিষ্টি কাজী এবং অনিন্দিতা কাজীও।

এবার এ আর রহমানকাণ্ডে গর্জে উঠলেন দেশের জনপ্রিয় গায়ক আসিফ আকবর। ফেসবুকে একটি লম্বা পোস্ট দিয়ে কাজী নজরুল ইসলামের গান বিকৃত সুরে গাওয়ায় তিনি প্রতিবাদ জানিয়েছেন। গানটি যে সিনেমায় ব্যবহার করা হয়েছে, সেখান থেকে বাদ দিয়ে দুঃখপ্রকাশ করার আহ্বান জানিয়েছেন। অন্যথায় কঠিন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন।

আসিফ লিখেছেন, ‘কারার ঐ লৌহকপাট’ গানটি নিয়ে বিতর্ক তৈরী হয়েছে। শ্রদ্ধেয় এ আর রহমান স্যার একজন যশশ্বী কম্পোজার। ‘কারার ঐ লৌহকপাট’- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি অনবদ্য সৃষ্টি, বিশ্বসংগীতে জ্বলজ্বল করে জ্বলতে থাকা ঐতিহাসিক গান। এই গানের ঐতিহাসিক প্রেক্ষাপট একই সঙ্গে সমসাময়িক স্বৈরাচার বিরোধী ভূমিকাও পালন করে।’

‘কারার ঐ লৌহকপাট’ গানটি তিনি (এ আর রহমান) কোন মন্ত্রনায় নতুনভাবে সুরে ফেলেছেন সেটি বোধগম্য নয়। একই সঙ্গে বাংলা উচ্চারণ মিটারে ফেলতে গিয়ে টোটাল প্রজেক্টটা গুবলেট করে ফেলেছেন, কাজটি অত্যন্ত ন্যাক্কারজনক।’

‘ক্যারিয়ারের শুরুতে মিস ইনফরমেশন আমিও একটা ভুল করে ফেলেছিলাম। রণসংগীত গাওয়ার সময় সজীব করিবো গোরস্থান গেয়েছিলাম, আবার সজীব করিবো মহাশশ্মানও গেয়েছি। নজরুল সংগীতের শ্রদ্ধাভাজন শিল্পী ও গবেষক শ্রদ্ধেয় সুজিত মুস্তফা ভাই আমার ভুলটি ধরিয়ে দেন। আমি ক্ষমা চেয়ে সঙ্গে সঙ্গে গানটি অন্তর্জাল থেকে মুছে ফেলি, এখন মহাশশ্মান ভার্সনটি রয়েছে।’

‘কারার ঐ লৌহকপাট গানটির নানাবিধ বিকৃতি এ আর রহমান সাহেবের দীর্ঘ ক্যারিয়ারকে সমালোচিত করেছে। ব্যক্তিজীবনে তিনি একজন সুশৃঙ্খল মানুষ। ভুল হয়েছে স্বীকার করে গানটি মিউজিক প্ল্যাটফর্ম ও মুভি থেকে প্রত্যাহার করার সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমরা যারা মজলুম সত্য সুন্দর বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে ধারণ করি, তাদের হৃদয়ে রক্তক্ষরণ চলছে।’

হুঁশিযারি দিয়ে আসিফ লিখেছেন, ‘আশা করি এ আর রহমান সাহেব এবং সংশ্লিষ্ট প্রযোজনা প্রতিষ্ঠান ‘কারার ঐ লৌহকপাট’ গানটির বিকৃত প্রোডাকশন দ্রুত প্রত্যাহার করে নেবেন। অন্যথায় এই গর্হিত ভুলটাকে পাপ হিসেবে গণ্য করে কঠিন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’

প্রসঙ্গত, এ আর রহমানের সুর ও সংগীতে কবি নজরুলের ‘কারার ঐ লৌহকপাট’ গানটি ব্যবহার করা হয়েছে ভারতীয় পরিচালক রাজাকৃষ্ণ মেননের সিনেমা ‘পিপ্পা’-তে। সিনেমাটির গল্প সাজানো হয়েছে ১৯৭১ সালের বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্তর্বর্তী সময়ে ভারত বনাম পাকিস্তানের যুদ্ধ নিয়ে।