• ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

শাবির চার শিক্ষককে ‘ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ প্রদান

bijoy71news
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৩
শাবির চার শিক্ষককে ‘ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড’ প্রদান

গবেষণায় বিশেষ অবদানের জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষককে ‘ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২৩’ প্রদান করা হয়েছে।

শনিবার সকালে ভার্চুয়ালি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের গবেষণার কেন্দ্রের সম্মেলনে শিক্ষকদের নাম ঘোষণা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন গবেষণা কেন্দ্রের সদস্য অধ্যাপক ড. শামিম আহমেদ।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকরা হলেন, অ্যাপ্লাইড সাইন্সেস এন্ড টেকনোলজি অনুষদভুক্ত খাদ্য প্রকৌশল ও চা প্রযুক্তি বিভাগের (এফইটি) সহযোগী অধ্যাপক মো. আফজাল হোসেন, ফিজিক্যাল সাইন্সেস অনুষদভুক্ত সমুদ্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. সোলাইমান হোসাইন, সামজিকবিজ্ঞান অনুষদভুক্ত সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন ও লাইফ সায়েন্সেস অনুষদভুক্ত জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. শামসুল হক প্রধান।