ভারত বিশ্বকাপে একেবারেই ভালো অবস্থানে নেই চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। এই মুহূর্তে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে রয়েছেন বাবর আজমরা। অন্যদিকে ভারত রয়েছে দ্বিতীয় স্থানে। ৬ ম্যাচ খেলে ৬টিতেই জিতেছে রোহিত শর্মার নেতৃত্বাধীন দলটি।
বর্তমানে পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে সাউথ আফ্রিকা। ৭ ম্যাচের ৬টিতে জিতেছে তারা। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় মুম্বাইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। এই ম্যাচে জিতলে আফ্রিকাকে টপকে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে চলে যাবে তারা।
ফলে ভারত এবং সাউথ আফ্রিকার সেমিফাইনাল নিশ্চিত। দরকার আরও দুই দল। দৌড়ে এগিয়ে আছে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। পয়েন্ট টেবিলে যথাক্রমে তিন ও চার নম্বরে রয়েছে এই দুই দল। তারপরই ৫ নম্বরে রয়েছে বাবর আজমদের পাকিস্তান।
এই দলটিকে যদি সেমিফাইনাল খেলতে হয়, তবে তাদের বাকি থাকা দুটি ম্যাচেই জিততে হবে। অন্যদিকে অস্ট্রেলিয়া অথবা নিউজিল্যান্ড যেকোনো একটি দলকে তাদের বাকি থাকা প্রতিটি ম্যাচেই হারতে হবে। সামনে অস্ট্রেলিয়ার তিনটি এবং নিউজিল্যান্ডের দুটি খেলা রয়েছে।
এক্ষেত্রে পাকিস্তান যদি বাকি দুটি ম্যাচ জিতেও যায়, তবে তাদের পয়েন্ট হবে ১০। অন্যদিকে অস্ট্রেলিয়া বাকি থাকা তিনটির মধ্যে একটি জিতলে তাদেরও পয়েন্ট হবে ১০, আবার নিউজিল্যান্ডের বাকি থাকা দুটি ম্যাচের মধ্যে একটি জিতলে তাদেরও পয়েন্ট হবে ১০।
এমন যদি হয়, তখন অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড-পাকিস্তানের মধ্যে রান রেটে যে দুই দল এগিয়ে থাকবে, তারাই খেলবে ভারত ও সাউথ আফ্রিকার সঙ্গে সেমিফাইনাল। কিন্তু এই সমীকরণ মোটেই সম্ভব নয় বলে মত ক্রিকেট বোদ্ধাদের।
কারণ, পাকিস্তানের সামনে খেলা রয়েছে শক্তিশালী দুই দল নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের সঙ্গে। দুটিতেই কি তারা জিততে পারবে? উঠছে প্রশ্ন। কারণ, খুব একটা ভালো ফর্মে নেই বাবর আজমদের দেশ।
অস্ট্রেলিয়া বাকি থাকা তিনটি ম্যাচ খেলবে ইংল্যান্ড, আফগানিস্তান এবং বাংলাদেশের সঙ্গে। এর মধ্যে দুটি ম্যাচে অস্ট্রেলিয়ার জেতার সম্ভাবনা প্রবল। অস্ট্রেলিয়া যেভাবে ফর্মে ফিরেছে, তাতে তিনটি ম্যাচ জিতলেও অবাক হওয়ার কিছু থাকবে না।
এদিকে নিউজিল্যান্ডের বাকি থাকা দুটি ম্যাচ হবে পাকিস্তান এবং শ্রীলঙ্কার সঙ্গে। একটি ম্যাচ জিতলেই তারা সেমির দৌড়ে অনেকটা এগিয়ে থাকবে। ফলে দেখা যাচ্ছে, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের সেমিতে ওঠার পথ অনেকটাই সহজ। কিন্তু পাকিস্তানের জন্য খুবই কঠিন।
অথচ, সেই পাকিস্তানকে নিয়েই সাবেক এক ক্রিকেটার ভবিষ্যদ্বাণী করেছেন, বাবর আজমরা নাকি ভারতের সঙ্গে সেমিফাইনাল খেলবে কলকাতার ইডেন গার্ডেন মাঠে! তিনি হলেন সাবেক ইংলিশ অধিনায়ক ও ব্যাটসম্যান মাইকেল ভন।
টুইট করে ভন লিখেছেন, ‘কেউ কি মনে করেন, ভারত বনাম পাকিস্তানের সেমিফাইনাল ম্যাচটি কলকাতায় অনুষ্ঠিত হবে?’
তবে ভনের সঙ্গে একমত নন পাকিস্তানের সাবেক স্পিড স্টার শোয়েব আখতার। তিনি জবাবে লিখেছেন, ‘এই জিনিসগুলো আমাদের আগেও নষ্ট করেছে, ভন।’ শোয়েবকে সমর্থন জানিয়ে নেটিজেনদেরও মন্তব্য, এই বিশ্বকাপে পাকিস্তানের সেমিফাইনাল খেলা অসম্ভব।