দেখতে দেখতে একটি বছর পার হয়ে গেল। মনে হচ্ছে এই তো সেদিন প্রয়াত খ্যাতিমান গায়ক খালিদ হাসান মিলুর ছোট ছেলে গায়ক প্রীতম হাসানের গলায় মালা পরালেন মডেল-অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেম।
গত বছরের ২৮ অক্টোবর, শুক্রবার সিলেটের শ্রীমঙ্গলের গ্র্যান্ড সুলতান টি রিসোর্টের পাশে চা বাগানের উন্মুক্ত মঞ্চে বসেছিল প্রীতম-শেহতাজের বিয়ের আসর। দেশের অন্য কোনো তারকাকে সাধারণত এর আগে এভাবে খোলা জায়গায় মঞ্চ বসিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সারতে দেখা যায়নি।
প্রীতম-শেহতাজের অন্যরকম সেই বিয়ের আয়োজনে দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠজনরা ছাড়াও উপস্থিত ছিলেন সাফা কবির, মুমতাহিনা চৌধুরী টয়া, শাওন, সুনেরাহ বিনতে কামালসহ ছোটপর্দার কয়েক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী ও গায়ক।
এদিন সন্ধ্যায় ফেসবুকে বিয়ের তিনটি ছবি পোস্ট করেন গায়ক ও সংগীত পরিচালক প্রীতম। ক্যাপশনে লেখেন, ‘আরও অনেক ছবি আপলোড করা হবে।’ সেসব ছবিতে সাদা শেরওয়ানিতে দেখা যায় প্রীতমকে। শেহতাজকে দেখা যায় গোলাপি লেহেঙ্গায়, পায়ে কেডস।
এর আগের দিন সন্ধ্যায় হয় প্রীতম ও শেহতাজের গায়ে হলুদের অনুষ্ঠান। সেই মুহূর্তের ছবি ফেসবুকে পোস্ট করেন অভিনেত্রী তথা কনে শেহতাজ।
বিয়ের বছর পাঁচেক আগে প্রীতমের গাওয়া ‘জাদুকর’ গানের মিউজিক ভিডিওতে মডেল হন শেহতাজ। জানা যায়, সেখান থেকেই তাদের মধ্যে মন দেয়া-নেয়া। গোপনেই সে সম্পর্ক চলে দীর্ঘ পাঁচ বছর। অবশেষে বিয়ের মাধ্যমে সেই সম্পর্ক পূর্ণতা পায় গত বছর।