• ১২ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

সিলেট জেলা ফুটবল দলের সাবেক খেলোয়াড় এমাদ আর নেই

bijoy71news
প্রকাশিত অক্টোবর ১৮, ২০২৩

সিলেট জেলা ফুটবল দলের সাবেক খেলোয়াড় এমাদ মালিক আর নেই। মঙ্গলবার (১৮ অক্টোবর) বাংলাদেশ সময় ভোরে আমেরিকার আটলান্টায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। (ইন্নাল্লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)

এমাদ মালিক গত এক দশক ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন।

তিনি সিলেট নগরীর শিবগঞ্জস্থ মৌচাক আবাসিক এলাকার বাসিন্দা ছিলেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৫ বছর। ব্যক্তিগত জীবনে তিনি অবিবাহিত ছিলেন।

যুক্তরাষ্ট্রের আটলান্টার বাসিন্দা এমাদ মালিকের প্রতিবেশি মশরুদ সোহাগ সিলেটভিউকে জানান, এমাদ মালিক একা একটি বাসায় থাকতেন। মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুর পর্যন্ত ফোনে তার সাড়া না পাওয়ায় সহকর্মীরা বাসায় এসে তার ঘর ভেতর থেকে বন্ধ পান। পরে পুলিশকে খবর দিলে দরজা খুলে ভেতরে গিয়ে বিছানায় এমাদ মালিকের নিথর দেহ পাওয়া যায়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে এবং হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানায়। বর্তমানে তার লাশ হাসপাতালে রয়েছে। এমাদের আত্মীয়-স্বজনরা আটলান্টায় আসার পর লাশ হস্তান্তর করা হবে।

এদিকে সিলেট জেলা দল ও টিলাগড় ক্লাবের সাবেক কৃতী ফুটবলার এমাদ মালিকের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।