• ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চোরাইপথে কয়লা আনতে গিয়ে এক কিশোরের মৃ ত্যু

bijoy71news
প্রকাশিত অক্টোবর ১৩, ২০২৩

সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তের ওপার থেকে চোরাই পথে কয়লা আনতে গিয়ে পাহাড়ি গর্তের মধ্যে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোরের নাম শামিম মিয়া (১৮)। সে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী লাকমা পশ্চিম পাড়ার তাহের মিয়ার ছেলে।

জানা যায়, শুক্রবার ভোর রাতে তাহিরপুর সীমান্তের মেইন পিলার ৯৭এর ৩ এস এবং ৪ এসের লাকমা পাহাড়ি চড়া দিয়ে ৫ থেকে ৭ জনের একটি গ্রুপ ভারতের অভ্যন্তরে প্রবেশ করে চোরাই পথে গর্ত থেকে কয়লা আনার জন্য। সীমান্ত রেখা থেকে প্রায় আড়াই কিলোমিটার ভিতরে লেবুয়া নামক একটি পাহাড়ি গর্তে ডুকে কয়লা উত্তোলনের জন্য। হঠাৎ উপর থেকে পাথর ভেঙে গর্তের মধ্যে পড়লে সঙ্গে থাকা সবাই উপরে উঠতে পারলেও শামিম আটকা পড়ে। পরে সকাল ৯ টার দিকে শামিমের সঙ্গে থাকা একই গ্রামের কাঁচা মিয়ার ছেলে সবুজ মিয়া বাড়িতে এসে ঘটনাটি সবাইকে জানান। পরে সকাল ১০ টার দিকে সবুজ মিয়া সহ নিহতের স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে গর্তের ভিতর থেকে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন ।

 

বালিয়াঘাট বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল হান্নান বলেন, বিজিবি চোখ ফাঁকি দিয়ে ওপারে গিয়ে গর্তের মধ্যে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, সীমান্ত এলাকা অনেক বড় একদিকে টহলপার্টি গেলে অন্যদিকে দিয়ে তারা ভিতরে প্রবেশ করার চেষ্টা করে। সকাল ১০টার দিকে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ বাড়িতে নিয়ে এসেছে।