• ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

আফগানিস্তানের বিপক্ষে আজ মাঠে নামছে ভারত

bijoy71news
প্রকাশিত অক্টোবর ১১, ২০২৩
আফগানিস্তানের বিপক্ষে আজ মাঠে নামছে ভারত

চলতি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে স্বাগতিক ভারত। অস্ট্রেলিযার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করা ভারত এ ম্যাচেও জয়ের ধারা অব্যাহত রাখতে চায়। অন্যদিকে বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপ শুরু করা আফগানিস্তান আজকের ম্যাচে জয়ের বিকল্প কিছু ভাবছে না।

দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে আজ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।

আজকের ম্যাচে ভারতের বড় চিন্তার জায়গা টপঅর্ডার। অজিদের বিপক্ষে তিন ব্যাটারের ডাক আর শুভমান গিলের জ্বর ভাবাচ্ছে রাহুল দ্রাভিদকে। ডেঙ্গু আক্রান্ত ওপেনারকে নিয়ে দুশ্চিন্তা বেড়েই চলেছে তাদের। প্রথম ম্যাচে অনুপস্থিত ছিলেন তিনি, এবার আফগান যুদ্ধের আগে ভর্তি হয়েছেন হাসপাতালে। ডাক্তাররা ছেড়ে দিলেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাবে কি না, তা জানে না টিম ম্যানেজমেন্ট।

ভারতকে নিয়ে আফগানদের এত ভাবনার সুযোগ কই! তারা যে ব্যস্ত নিজেদের গোছাতে। দলনেতা হাশমতউল্লাহ শহীদি যেমন বলেছেন, ‘বাংলাদেশের বিপক্ষে হেরেছি, তার মানে এই নয় যে আমরা খারাপ দল। আমি এখনও আশাবাদী। বিশ্বকাপে দেশের জন্য খেলতে এসেছি। এই বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে চাই।’

বিশ্বকাপে আফগানদের রেকর্ডটা একেবারে যাচ্ছেতাই। সব আসর মিলিয়ে মাত্র এক ম্যাচে জয় আছে তাদের। স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামার আগে মনস্তাত্ত্বিক চাপটা তাই ভালোই ভোগাচ্ছে আফগান শিবিরকে। শহীদি বলেন, ‘আপনি যখন স্বাগতিক দেশের মাঠে খেলবেন, তখন স্বাভাবিকভাবেই একটা চাপ থাকে। পুরো স্টেডিয়াম তখন দর্শকে পরিপূর্ণ থাকে। কিন্তু দলকে এই জিনিসটা খুব সহজভাবে নিতে হবে। আমরা শুধু আমাদের খেলাটাই খেলতে চাই।’