বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস জিতে ইংল্যান্ডকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি বোলারদের ওপর তাণ্ডব চালাচ্ছিলেন ইংলিশ দুই ওপেনার জনি বেয়ারস্টো এবং ডেভিড মালান।
অবশেষে এই দুই ওপেনারের জুটি ভাঙলেন সাকিব আল হাসান। অর্ধ শতক পূর্ণ করা জনি বেয়ারস্টোকে ফেরালেন টাইগার অধিনায়ক।
জনি বেয়ারস্টোর বিদায়ের ফলে দলীয় ১১৫ রানে ভাঙল ইংলিশদের ওপেনিং জুটি।
খেলার শুরু থেকেই এই দুই ওপেনার বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হতে শুরু করেন। পেস কিংবা স্পিন- কোনো কিছু দিয়েই এই দুই ওপেনারকে থামানো যায়নি।
দুই ওপেনার তুলে নিয়েছেন নিজেদের ব্যক্তিগত অর্ধ শতক। ডেভিড মালান মাত্র ৩৯ বলেই পূরণ করেন অর্ধ শতক, যার মধ্যে রয়েছে সাতটি চারের মার ও দুটি ছয়ের মার।
অন্যদিকে জনি বেয়ারস্টো নিজের অর্ধ শতক তুলে নেন ৫৪ বলে।
এই দুই ওপেনারের বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ১৫ ওভার ৩ বল খেলেই দলীয় শতক পূর্ণ করে ইংলিশরা। শঙ্কা জাগে বাংলাদেশের আজ রান পাহাড়ে চাপা পড়ার।
কিন্তু বাংলাদেশ দলের ত্রাণকর্তা সাকিব ১১৫ রানে ভেঙে দেন জুটি।