• ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

কবি আসাদ চৌধুরীর মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের শোক

bijoy71news
প্রকাশিত অক্টোবর ৬, ২০২৩
কবি আসাদ চৌধুরীর মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের শোক

বাংলা একাডেমি এবং একুশে পদকপ্রাপ্ত কবি আসাদ চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান।

শুক্রবার এক শোকবার্তায় উপাচার্য বলেন, ‘কবি আসাদ চৌধুরীর মৃত্যু বাংলা সাহিত্যের জন্য এক অপূরণীয় ক্ষতি। তার লেখনি বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। তিনি তার সৃষ্টিকর্মের মধ্য দিয়ে সাহিত্যপ্রেমী মানুষের হৃদয়ে চিরজাগরুক থাকবেন।’

উপাচার্য মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি।

উল্লেখ্য, আসাদ চৌধুরী (৮০) বৃহস্পতিবার কানাডার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ব্লাড ক্যান্সার, শ্বাসকষ্ট, কিডনি জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।