চলছে বিশ্বকাপের মাঠের লড়াই। বাংলাদেশের তাদের মাঠের লড়াই শুরু করবে আগামীকাল আফগানিস্তানের বিপক্ষে। তার আগে আজ সকালে দুই ম্যাচের ভেন্যু ধর্মশালায় দলীয় অনুশীলন সেরেছে সাকিব আল হাসানের দল।
দলীয় অনুশীলন শেষে দলের প্রতিনিধি হয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।
সংবাদ সম্মেলনে কক্ষে এদিন অন্য এক হাথুরুর দেখা মিলল। বাংলাদেশ দলের প্রাকটিস কিটের সঙ্গে চোখে কালো রোদ চশমা পরে এসেছেন মিডিয়ায় কথা বলতে। কথা বললেন দলের সর্বশেষ প্রস্তুতি ও অবস্থা নিয়ে। জানিয়েছেন ম্যাচের দিন সকালে উইকেট দেখে সিদ্ধান্ত নেবেন একাদশ গঠনের ক্ষেত্রে।
এর আগে ধর্মশালায় সকালের স্নিগ্ধ বাতাসে অনুশীলন করেন টাইগার ক্রিকেটাররা। সাকিব-মাহমুদউল্লাহরা সেরেছেন নিজেদের শেষ সময়ের ব্যাটিং অনুশীলন।
এদিকে এদিন অনুশীলনে বেশ লম্বা সময় ধরে ব্যট করেছেন অধিনায়ক সাকিব। পেসারদের বল করতে না দেখা গেলেও বল করেছেন দলের স্পিনাররা। এছাড়া ব্যাট হাতে প্রস্তুতি সেরেছেন নাজমুল হোসেন শান্ত-তাওহীদ হৃদয়রা।
ওয়ানডে সুপার লিগের টেবিলে তিন নম্বরে থেকেই বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। যদিও সাম্প্রতিক সময়ে পারফরম্যান্স আর বিশ্বকাপের আগে মাঠের বাইরে নানা বিতর্কে কিছুটা ব্যাকফুটে টিম টাইগার্স। তবে বাইশগজে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ক্রিকেটারদের। একদিন আগে আশার কথা শুনিয়েছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশের সেমিফাইনাল খেলার সামর্থ্য আছে বলেও মনে করেন সুজন।