• ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

হবিগঞ্জে সড়ক দু র্ঘ টনায় হাফেজ নি হ ত

bijoy71news
প্রকাশিত অক্টোবর ২, ২০২৩

হবিগঞ্জের লাখাই উপজেলার বুল্লা বাজার এলাকায় সড়ক দূর্ঘটনায় মোঃ রাকিবুল হাসান রমজান (১৭) নামে এক কোরআনের হাফেজের মৃত্যু হয়েছে। রবিবার দিবাগত মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে। হাফেজ রাকিবুল হাসান রমজান লাখাই উপজেলার মনতইল গ্রামের নোয়াব আলীর ছেলে।

জানা যায়, লাখাই উপজেলার বুল্লা বাজারে রাকিবুল হাসান রমহানের পিতার ব্যবসা প্রতিষ্ঠান বিসমিল্লাহ হার্ডওয়ার দোকান তালাবদ্ধ করে একটি বাইসাইকেল দিয়ে বাড়ী ফেরার পথে হবিগঞ্জ-লাখাই সড়কের বুল্লা এলাকায় অজ্ঞাত ট্রাক চাপায় সে গুরুতর আহত হয়।

স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

লাখাই থানার (ওসি) মোঃ নুনু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, অজ্ঞাত ট্রাকের চাপায় রাকিবুলের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।