
নব্বইয়ের ঘরে আউট হওয়ার ঘটনা ক্রিকেটে কম নয়। এমনকি ৯৯ রানেও আউট হওয়ার ঘটনা অনেক। কিন্তু বাংলাদেশের কোন ব্যাটসম্যান এর আগে কখনো ৯৯ রানে আউট হননি। দুর্দান্ত ফর্মে থাকা মুশফিকুর রহিম বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান যিনি ৯৯ রানে আউট হলেন।
বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিক এশিয়া কাপ শুরু করেন দুর্দান্ত এক সেঞ্চুরি দিয়ে। একমাত্র বাংলাদেশি হিসেবে এশিয়া কাপে দুটি সেঞ্চুরির মালিক তিনি। শ্রীলংকার বিপক্ষে তিনি খেলেন ১৪৪ রানের ক্যারিয়ার সেরা ইনিংস। এরপর আফগানিস্তানের সঙ্গে ম্যাচে বিশ্রামে রাখা হয় তাকে। পরের দুই ম্যাচে দারুণ শুরু করেও আউট হয়ে যান।
এরপর পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ফাইনালে যাওয়ার লড়াইয়ে দলের বিপর্যয়ে হাল ধরেন মুশফিক। মাত্র ১২ রানে তিন উইকেট হারানোর পর দলকে এগিয়ে নেন মিঠুনকে সঙ্গি করে। মিঠুনের সঙ্গে গড়েন ১৪৪ রানের দুর্দান্ত এক জুটি। এরপর মিঠুন ৬০ রানে ফিরলেও খেলে যাচ্ছিলেন মুশফিক। মধ্যে পাজরের ইনজুরির কারণে ফিজিওর সঙ্গে একটু বেশি সময় নেওয়ায় পাকিস্তানের অধিনায়ক সরফরাজ আম্পায়ারকে অভিযোগ করেন।
কিন্তু মুশফিক দমে যাননি। তিনি খেলে যাচ্ছিলেন। নিজের ৯৫ রানের মাথায় শাহিন আফ্রিদিকে চার মেরে পৌঁছে যান ৯৯ রানে। একটি ডট বলে দিয়ে শাহিন আফ্রিদির পরের ফুল লেন্থের বল খেলতে গিয়ে উইকেটরক্ষককে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। এক রানের জন্য পেলেন না সেঞ্চুরি।
এর আগেও মুশফিক সেঞ্চুরির সম্ভাবনা দেখিয়ে আউট হয়েছেন; কিন্তু এতো কাছে গিয়ে আউট হননি। মুশফিক এর আগে ২০১১ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ৮১ রান করে আউট হন। এরপর ২০১৩ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে একটি ম্যাচে আউট হন ৯০ রানে। ২০১৫ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাডিলেডে আউট হন ৮৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে। কিন্তু মাত্র সেঞ্চুরির জন্য মাত্র এক রানের আক্ষেপ নিয়ে এর আগে তাকে আউট হতে হয়নি