তামিম-সাকিব ইস্যুতে কদিন ধরেই উত্তাল ক্রিকেটপাড়া। এবার সেই ইস্যুতে মুখলেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও সাংসদ মাশরাফি বিন মর্তুজা। ক্রিকেটাঙ্গনে তামিম-সাকিব দ্বন্দ্ব নিয়ে আজ(বৃহস্পতিবার) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানে বিভিন্ন কথা বলার পাশাপাশি কয়েকটি প্রশ্নও ছুড়ে দিয়েছেন।
ভিডিওর শুরুতে মাশরাফি বলেন, ‘আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচের বিষয়ে তামিমকে বলা হয়েছিল না খেলতে বা খেললেও দলের সুবিধার্থে খানিটকা পেছনে ব্যাট করে। বিসিবির ওপর লেভেলের কেউ একজন তাকে এ কথা বলেছে। সবসময়ে ওপেন করা তামিম বিষয়টি ভালোভাবে নেয়নি। তামিম কোথায় ব্যাট করবে সেটা বলার অধিকার ক্রিকেট বোর্ডের কেউ রাখে না। এটা কোচ কিংবা ক্যাপ্টেন বলবে।’
বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক সাকিব আল হাসানের উদ্দেশ্যে মাশারাফি বলেন, ‘সাকিব বলেছে, দলের প্রয়োজনে ক্রিকেটারদের বিভিন্ন পজিশনে ব্যাট করা লাগতে পারে। এখানে আমার মতে, অধিনায়ক হিসেবে সাকিব উচিত ছিল তামিমকে একটা মেসেজ দেওয়া কিংবা কল দিয়ে এক মিনিট কথা বলা। ফোনে এটাও বলে দিতে পারতো যে, তোমাকে নিয়ে আমার আলাদা পরিকল্পনা আছে। তাহলে এই ইস্যুটা আর সামনে আসতো না।’
দেশের ক্রিকেটে সাকিবের গুরুত্ব ও গ্রহণযোগ্যতার কথা মনে করিয়ে ম্যাশ বলেন, ‘সাকিব কিছু চাইলে এ দেশের সাবেক কিংবা বর্তমান কোনো ক্রিকেটার তার কথা ফেলবে না। এজন্য তামিমের সাকিবের কথা বলা খুবই দরকার ছিল।’
এদিকে তামিমের ভুল আছে বলে মাশরাফি বলেন, ‘বোর্ডের পক্ষ থেকে কেউ একজন তামিমের সঙ্গে কথা বলেছে, যেখানে একপর্যায়ে সে (তামিম) উত্তেজিত হয়ে যায়। এরপর সে নিজে থেকে দলে থাকতে চায়নি। আমি মনে করি এটাও তার ভুল সিদ্ধান্ত ছিল।’
উল্লেখ্য, ভারত বিশ্বকাপে দল না পেয়ে একটি বিস্ফোরক মন্তব্য ভিডিও বার্তার মাধ্যমে সামাজিক যোগযোগ মাধ্যমে ছাড়েন তামিম ইকবাল খান। পরবর্তীতে সে বিষয়ে একটি টিভি সাক্ষাৎকারে সাকিবও কথা বলেন। সেই জেরে এবার কথা বললেন মাশরাফি বিন মর্তুজা।