• ১১ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৬শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কুলাউড়ায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ২৭, ২০২৩

মৌলভীবাজারের কুলাউড়ায় বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হয়েছে। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে দিবস উপলক্ষে ‘জলাতঙ্কের অবসান, সকলে মিলে সমাধান’ বিষয়ক এক আলোচনাসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. জাকির হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ময়নুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সৌরভ গোস্বামী, উপজেলা একাডেমি সুপারভাইজার মো. শফিকুল ইসলাম, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মিহির কান্তি ভট্টাচার্য্য প্রমুখ।

বক্তারা বলেন, জলাতঙ্ক রোগ সম্পর্কে সবাইকে সতর্ক থাকতে হবে। কোনো কুকুর বা অন্য প্রাণীর আক্রমণের শিকার হলে সাথে সাথে আক্রান্ত স্থান সাবান দিয়ে ১৫ মিনিট ধুতে হবে। পরবর্তীতে হাসপাতালের শরণাপন্ন হলে ভ্যাকসিনের মাধ্যমে রোগীকে সুস্থ করা হয়। এক সময় ‘জলাতঙ্কের ভ্যাকসিন’ দুস্প্রাপ্য হলেও বর্তমানে হাসপাতালে চিকিৎসা ও ভ্যাকসিন সহজলভ্য হয়েছে। তাই জলাতঙ্কে কেউ আক্রান্ত হলে গাফলতি না করে দ্রুত হাসপাতালে চিকিৎসা নিলে সুস্থ হওয়া সম্ভব হবে।

সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে ডা. জাকির হোসেনের নেতৃত্বে এক র‌্যালি হাসপাতাল এলাকা প্রদক্ষিণ করে।