• ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ব্রিটেন থেকে মুক্তি পাচ্ছে জুনায়েদ আন্দ্রের ‘ধনুকবাজ’

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০২৩
ব্রিটেন থেকে মুক্তি পাচ্ছে জুনায়েদ আন্দ্রের ‘ধনুকবাজ’

স্টাফ রিপোর্টার
জুনায়েদ আন্দ্রে প্রতিভাবান সমাজসচেতন এক নির্দেশক, নির্মাতা ও অভিনেতা। তাঁর গল্প কাহিনীতে ফুটিয়ে তোলেন বাস্তবতা। এরই ধারাবাহিকতায় এবার নির্মান করেছেন স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র ‘ধনুকবাজ’। বর্তমান সমাজের নানা অসঙ্গতি, মানুষকে নিয়ে নোংরা রাজনীতি, ব্রিটেনে থাকা বাঙালিদের উত্তান-পতনের নানা কাহিনীও উঠে এসেছে এ চলচ্চিত্রে।

অরূপ আর্টস নির্মিত এ চলচ্চিত্রের গল্প নিয়ে মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বাংলা প্রেসক্লাব বার্মিংহাম মিডল্যান্ড (বিপিসি)-এতে সংবাদ সম্মেলন করেছেন নির্মাতা জুনায়েদ আন্দ্রে।

 

তুফায়েল আহমদ তুহিনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চলচ্চিত্রকার মকবুল চৌধুরী, জয়দেব দুলু, অভিনেতা সিপার আহমদ, রোনাল্ড রেভেরিও, সলিসিটর জিয়া চৌধুরী, ফারছু চৌধুরী, ত্বরিত ডি প্রমুখ।