বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন সেলিমকে ক্রেষ্ট দিয়ে অভিনন্দন জানিয়েছেন জনতা ক্লাবের নেতৃবৃন্দ। গতকাল মঙ্গলবার রাত ৮টায় সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে তাঁকে অভিনন্দন জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জনতা ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ হাসান শাহীন, সহসভাপতি সাদেক আহমদ, সাধারণ সম্পাদক এহতেশাম হাসান লয়েছ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম, কোষাধ্যক্ষ আজির উদ্দিন, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নুরুল হক শিপু, সদস্য দুলাল আহমদ ও রিমন আহমদ। বিজ্ঞপ্তি