• ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আদালতে স্বাক্ষ্য দিতে গিয়ে মধ্যনগর থানার এসআই’র মৃ ত্যু

bijoy71news
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২৩
আদালতে স্বাক্ষ্য দিতে গিয়ে মধ্যনগর থানার এসআই’র মৃ ত্যু

বিজ্ঞ আদালতে স্বাক্ষ্য প্রদান শেষে সুনামগঞ্জের মধ্যনগর থানা উপ পরিদর্শক (এসআই) ইসমাঈল হোসেন ভূঁইয়া (৪৩) অসুস্থ হয়ে পড়েন। পরে তার মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

মধ্যনগর থানা সূত্রে জানা যায়, তিনি গত ১২ ও ১৪ সেপ্টেম্বর হবিগঞ্জ বিজ্ঞ আদালতে স্বাক্ষ্য প্রদানের উদ্দেশ্যে গত ১১ সেপ্টেম্বর মধ্যনগর থানা হতে হবিগঞ্জ গমন করেন। ১২ সেপ্টেম্বর হবিগঞ্জ বিজ্ঞ আদালতে স্বাক্ষ্য প্রদান শেষে পূর্বের হৃদরোগ জনিত কারণে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন।

 

এ অবস্থায় গত বুধবার (১৩ সেপ্টেম্বর) তার স্ত্রীসহ ঢাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার কমলাবাড়ী গ্রামের মো. সিদ্দিকুর রহমানের ছেলে।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কুমিল্লা জেলার দেবীদ্বার উপজেলার কমলাবাড়ীতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর মৃতদেহ দাফন করা হবে।

মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, ইসমাঈল হোসেন ভূঁইয়া একজন চৌকশ পুলিশ কর্তকর্তা ছিলেন। তিনি গত ৬ মে মধ্যনগর থানায় যোগদান করেন। তার অকাল মৃত্যুতে মধ্যনগর থানা পরিবার গভীর শোকাহত।