
ইনজুরির কারণে দল থেকে ছিটকে পড়েছেন তামিম ইকবাল। ফলে আফগানিস্তানের বিপক্ষে এই ওপেনারকে পাচ্ছে না বাংলাদেশ। এদিকে সাকিব আল হাসানও খেলবেন না দলের আরেক তারকা সাকিব আল হাসান। মেয়ের অসুস্থতার কারণে বুধবার দেশে ফিরছেন বিশ্বের অন্যতম সেরা এই অল রাউন্ডার।
সোমবার শ্রীলঙ্কার হারে আফগানিস্তানের পাশাপাশি সুপার ফোর নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশেরও। ফলে আফগানদের বিপক্ষে টাইগারদের ম্যাচটি পরিণত হয়েছে নিছক আনুষ্ঠানিকতার।
জানা গেছে, দুবাইয়েই অবস্থান করছেন সাকিব-শিশির তনয়া আলাইনা। সেখানেই হোটেলে অসুস্থ হয়ে পড়েছে সে। তাই তাকে দেশে রেখে আসতে বাংলাদেশে ফিরতে হচ্ছে দলের অন্যতম এই তারকাকে। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় বিমান ধরবেন সাকিব। যার কারণে বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচটিতে খেলতে পারবেন না তিনি।
তবে একটি ম্যাচ খেলতে না পারলেও সুপার ফোর থেকে আবার দলের সাথে যুক্ত হবেন সাকিব। মেয়েকে দেশে রেখে বৃহস্পতিবারই দুবাইয়ে যাওয়ার বিমানে উঠবে তিনি।