• ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

সিলেট জেলা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন : আজিজ আহমদ সেলিম সভাপতি, সম্পাদক নবেল

bijoy71news
প্রকাশিত মে ৮, ২০১৬

101ডেস্ক রিপোর্ট :: ব্যাপক উৎসাহ-উদ্দিপনার মধ্য দিয়ে সিলেট জেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক উত্তরপূর্ব’র প্রধান সম্পাদক ও বিটিভির সিলেট প্রতিনিধি আজিজ আহমদ সেলিম দ্বিতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিন’র সিলেট প্রতিনিধি শাহ্ দিদার আলম নবেল বিজয়ী হয়েছেন। নির্বাচনে ১৫টি পদে আজিজ আহমদ সেলিম-ফয়সল আহমদ বাবলু পরিষদের ৬ জন প্রার্থী এবং লিয়াকত শাহ্ ফরিদী-শাহ দিদার আলম নবেল পরিষদের ৯ জন প্রার্থী বিজয়ী হন।
শুক্রবার বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করা হয়। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি একেএম সামিউল আলম। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর ইউনিট কমান্ডের সভাপতি ভবতোষ রায় বর্মণ রানা ও সচেতন নাগরিক কমিটি সনাক, সিলেট’র সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী।
নির্বাচনে সভাপতি পদে আজিজ আহমদ সেলিম পান ৪৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী লিয়াকত শাহ ফরিদী পেয়েছেন ২৮ ভোট। এছাড়া সতন্ত্র প্রার্থী খলিলুর রহমান পেয়েছেন ৭ ভোট। সাধারণ সম্পাদক পদে শাহ দিদার আলম নবেল পেয়েছেন ৫২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী ফয়সল আহমদ বাবলু পেয়েছেন ৩১ ভোট। এছাড়া সহ-সভাপতি (১ম) পদে ওয়েছ খছরু (৪০) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী হাসিনা বেগম চৌধুরী পেয়েছেন (৩৭) ভোট। সহ-সভাপতি (২য়) পদে মঈন উদ্দিন পেয়েছেন (২৮) ভোট। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী আবুল হোসেন (আবুল মোহাম্মদ) পেয়েছেন (২৭) ভোট। এছাড়া স্বতন্ত্র থেকে সাত্তার আজাদ পেয়েছেন ২৩ ভোট।
সহ-সাধারণ সম্পাদক পদে এস. সুটন সিংহ (৪৩) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি নাসির উদ্দিন পেয়েছেন (৩৯) ভোট। কোষাধ্যক্ষ পদে মনিরুজ্জামান মনির (৪৮) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী ছামির মাহমুদ পেয়েছেন (৩৪) ভোট। ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ফয়ছল আহমদ মুন্না পেয়েছেন (৪৯) ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মাহমুদ হোসেন পেয়েছেন ৩৩ ভোট। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে সৈয়দ রাসেল পেয়েছেন (৫০) ভোট। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী সাঈদ চৌধুরী টিপু পেয়েছেন (৩৩) ভোট। তথ্য ও প্রযুক্তি সম্পাদক এম এ মালেক পেয়েছেন (৪৪) ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি শাব্বির আহমদ ফয়েজ পেয়েছেন (৩৭) ভোট। পাঠাগার সম্পাদক পদে কাইয়ুম উল্লাস পেয়েছেন (৩৮) ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি মঞ্জুর হোসেন খান পেয়েছেন (৩৬) ভোট। দপ্তর সম্পাদক পদে মিসবাহ উদ্দীন আহমদ পেয়েছেন (৪৮) ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি তালুকদার আনোয়ারুল ইসলাম পারভেজ পেয়েছেন (৩৪) ভোট।
নির্বাহী সদস্য পদে (১ম) দৈনিক উত্তরপূর্ব’র স্টাফ রিপোর্টার তুহিনুল হক তুহিন (৪৯) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী এসএম রফিকুল ইসলাম সুজন পেয়েছেন (২৩) ভোট। এছাড়া (২য়) নির্বাহী সদস্য পদে মো. ইমরান আহমদ পেয়েছেন (৪৫) ভোট। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী মোহাম্মদ মহসিন পেয়েছেন (২৩) ভোট। (৩য়) রজত কান্তি চক্রবর্তী পেয়েছেন (৩৩) ভোট। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী নোমান বিন আরমান পেয়েছেন (১৯) ভোট। (৪র্থ) মো. নুরুল হক শিপু পেয়েছেন (৩২) ভোট। তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী সোহাগ আহমদ পেয়েছেন (২৫) ভোট।
সিলেট জেলা প্রেসক্লাবে নির্বাচন কার্যক্রম পরিদর্শন করেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, মদন মোহন কলেজের অধ্যক্ষ আবুল ফতেহ ফাত্তাহ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন, মহানগর বিএনরি সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সালাউদ্দিন আলী আহমদ, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজা’র সভাপতি মাহবুবুর রহমান রিপন, সাধারণ সম্পাদক সজল ছত্রী, সাবেক সভাপতি মঈনুল হক বুলবুল, বিএনপি নেতা এমরান আহমদ, মইন উদ্দিন খান সোহেল, ওয়ার্কাস পার্টির সিকন্দর আলী, বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)’র সদস্য মাহিউদ্দিন আহমদ সেলিম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট নিজাম উদ্দিন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিজিৎ চৌধুরী, কাউন্সিলর আব্দুর রকিব তুহিন, মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তি, যুগ্ম-আহŸায়ক মুসফিক জায়গীরদার প্রমুখ।
নির্বাচনে মোট ভোটার ছিলেন ৮৫ জন। এর মধ্যে ৮৩জন তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। ২ জন বিদেশে অবস্থান করায় ভোটে অংশ নেননি।