বি৭১নি ডেস্ক ::
নারায়ণগঞ্জের গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৯ জন এবং মারা গেছেন আরও তিনজন।
মঙ্গলবার সকালে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ।
জেলায় এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৭৯৪ জন, মারা গেছেন ১৭৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৯ হাজার ১৯১ জন। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৬৮৯ জনের।
জেলা প্রশাসকের পক্ষ থেকে জেলাজুড়ে ব্যাপক শতর্কতার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গুরুত্বপূর্ন স্থানগুলোতে মোবাইল কোর্টের অভিযান চলছে।সবাইকে মাস্ক পড়তে বাধ্য করা হচ্ছে।