• ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

কুচাইয়ে নৌকায় ভোট চেয়ে কাঁদলেন কামরান

bijoy71news
প্রকাশিত মে ২, ২০১৬

kamran pic-02.05.2016বিজয় ৭১ নিউজ:::

দক্ষিণ সুরমার কুচাই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাকিরুল আলম জাকিরের পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে নৌকা প্রতীকে ভোট চেয়ে কাঁদলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি, সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান। রোববার (১ মে) রাত সাড়ে ৯ টায় কুশিঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পথসভায় কামরান নৌকায় ভোট চেয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, আওয়ামী লীগ সভানেত্রী, দেশের সফল প্রধানমন্ত্রী, দেশরতœ শেখ হাসিনা কুচাই ইউনিয়নে জাকিরকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। আপনারা জাকিরকে নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করুন। আপনাদের আমানত ভোটের খেয়ানত হবে না। তিনি বলেন, জাকির শিক্ষিত, ত্যাগী এবং সৎ ছেলে। জাকির আপনাদের সন্তান। সে ইউনিয়নের উন্নয়নের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবে। কেঁদে কেঁদে ভোটারদেরকে অনুরোধ করে কামরান বলেন, আপনারা আল্লাহর ওয়াস্তে নৌকায় ভোট দিন, নৌকা স্বাধীনতার প্রতীক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতীক, নৌকা বাঙালির প্রতীক। নৌকাই পরিবর্তনের ও উন্নয়নের প্রতীক।
পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা সাইফুল আলম, যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শামীম আহমদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক কাউন্সিলর আছমা বেগম, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, গোলাম হাফিজ লুহিত, নিজাম উদ্দিন ইরান, ছয়েফ খান, জেলা ছাত্র লীগের সহসভাপতি শাহীন আলী, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল আলিম তুষার, ছাত্রলীগ নেতা বদরুল আলম তুহিন প্রমুখ।
পথসভায় চেয়ারম্যান প্রার্থী জাকিরুল আলম জাকির বলেন, আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে ওয়াদা দিচ্ছি, আপনাদের জন্য সিলেট আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দকে সাঙ্গে নিয়ে দেশরতœ শেখ হাসিনার হাতেপায়ে ধরে উন্নয়ন কাজ নিয়ে আসব। কথা দিচ্ছি, কুচাই ইউনিয়কে দেশের মধ্যে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করব। বিজ্ঞপ্তি