• ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

নারী উদ্যোক্তা সম্মেলন ও পণ্য প্রদর্শনী মেলা

bijoy71news
প্রকাশিত মার্চ ১৩, ২০২১
নারী উদ্যোক্তা সম্মেলন ও পণ্য প্রদর্শনী মেলা

নিজস্ব প্রতিবেদক ::মুজিববর্ষ ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে নারী উদ্যোক্তা সম্মেলন ও পণ্য প্রদর্শনী মেলা জমে উঠছে। নগরীর শাহী ঈদগাহ সদর উপজেলা মাঠে এ মেলা চলছে।
মেলায় দেশি-বিদেশি দেড়শতাধিক স্টল-প্যাভিলিয়ন বসেছে। রয়েছে শিশুদের খেলাধুলার জন্য শিশুপার্ক। আছে গেম অব ডেঞ্জার থেকে শুরু করে ভুতের বাড়িও। সবমিলিয়ে ছুটির দিনে পরিবারের সদস্যদের অবসর সময় কাটাতে কিংবা কেনাকাটা করার পাশাপাশি ঘুরে আসতে পারেন পণ্য প্রদর্শনী মেলায়।
সিলেট উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টির আয়োজনে নারী উদ্যোক্তা সম্মেলন ও পণ্য প্রদর্শনী মেলা গত (৮ মার্চ) সোমবার শুরু হয়। মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের মন্ত্রী ইমরান আহমদ এমপি। মেলার শুরুর দিন থেকেই দর্শনার্থীদের উপচে পড়া ভীড় দেখা গেছে। পরিবারের সদস্যদের নিয়ে কেনাকাটার পাশাপাশি মেলা প্রাঙ্গন ঘুরে দেখছেন অনেকে।
মেলায় রয়েছে বঙ্গবন্ধু কর্ণার। মুজিববর্ষ ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মেলা অফিসের পাশেই এ কর্ণার স্থাপন করা হয়েছে। যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুর্লভ বিভিন্ন আলোকচিত্র এবং তার লেখা বই প্রদর্শনীর জন্য রাখা হয়েছে। একই সাথে বড় পর্দায় বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণও বাজছে।
আয়োজকরা জানান, মেলায় আগত দর্শনার্থীদের টিকিটের উপর র‌্যাফেল ড্র থাকছে। এ ড্র’র মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ পাবেন দর্শনার্থীরা। প্রবেশ টিকিটের মূল্য ২০টাকা রাখা হয়েছে। মেলার মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও আছে।
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার মেলা ঘুরে দেখা যায়, মাঠের প্রবেশদ্বারের সম্মুখেই নিমার্ণ করা হয়েছে দৃষ্টি নন্দন ফটক। এর ডান-বামে রয়েছে প্রবেশ টিকেটের কয়েকটি কাউন্টার। কাউন্টারগুলো থেকে টিকেট ক্রয় করছেন মেলায় আগত দর্শনার্থীরা। মেলার গেইট দিয়ে ভেতরে প্রবেশ করতে দর্শনার্থীদেরকে পড়তে হচ্ছে সিকিউরিটির তল্লাশিতে। প্রধান ফটক দিয়ে প্রবশের পরই রয়েছে আকর্ষনীয় ওয়াটার ড্যান্স পুল। যেখানে বাজনার তালে তালে তালে পানির নাচ দেখতে মুগ্ধ হচ্ছেন দর্শনার্থীরা।