• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

কনসার্ট আয়োজন করে মানুষকে টিকা দেয়া

bijoy71news
প্রকাশিত মার্চ ৬, ২০২১
কনসার্ট আয়োজন করে মানুষকে টিকা দেয়া

বি৭১নি ডেস্ক ::
তেলআবিবের একটি ফুটবল স্টেডিয়ামে কোভিড-১৯ মোকাবেলায় শুক্রবার কনসার্ট আয়োজন করে কয়েকশ মানুষকে টিকা দেয়া হয়েছে।
পৌরসভা আয়োজিত চারটি কনসার্টের এটি প্রথম কনসার্ট। এদিকে ইসরাইল করোনাভাইরাস নিষেধাজ্ঞা অনেক শিথিল করেছে।—খবর এএফপির।
ইসরাইলি পপ তারকা ইভরি লাইডারের অনুষ্ঠানে অংশ নিতে ৩০ হাজার মানুষ ধারণ ক্ষমতাসম্পন্ন ব্লুমফিল্ড স্টেডিয়ামের মাঝখানে মাস্ক পরিহিত ৫০০ ভক্তকে বসে থাকতে দেখা যায়।
এ তারকা মাঠে পৌঁছানোর পর রিউত গোফার বলেন, অনুষ্ঠানটি সত্যিই মনোমুগ্ধকর। আমি অনেক খুশি।
তিনি আর বলেন, আমাদের স্বাভাবিক জীবনযাপনে ফেরার ক্ষেত্রে এটি সবেমাত্র শুরু বলে আমি আশা করছি।
তৃতীয় দফার লকডাউনের পর গত ফেব্রুয়ারি থেকে ইসরাইল করোনাভাইরাস বিধিনিষেধ শিথিল করা শুরু করে। আর তখন থেকেই পর্যায়ক্রমে তারা বিভিন্ন শপিং মল, জিম, সুইমিং পুল, হোটেল ও কিছু সাংস্কৃতিক কেন্দ্র ফের খুলে দেয়।