নিজস্ব প্রতিবেদক :: সিলেট শহরতলীর টুকেরবাজারের তেমুখীতে পাথরবোঝাই একটি ট্রাকের চাপায় এক মোটরসাইকেলচালক নিহত হয়েছেন।অদ্য ১৭/০২/২০২১খ্রিঃ তারিখ সকাল অনুমান ০৮:৩৫ ঘটিকার সময় অত্র জালালাবাদ থানাধীন তেমূখী পয়েন্টস্থ সিলেট টু সুনামগঞ্জ ও সিলেট-ঢাকা গামী তিন রাস্তার মুখে সুনামগঞ্জ গামী মোটর সাইকেল যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-হ-৩৪-৯৬২৫ এবং ঢাকা গামী ট্রাক গাড়ি যাহার রেজিঃ নম্বর-ঢাকা মেট্রো-ট-১৬-৭৭৩৪ এর সহিত মুখোমুখি সংঘর্ষ হইলে ঘটনাস্থলে মোটর সাইকেল আরহী স্বপন কুমার শর্মা (৩৫), পিতা-সুভাষ চন্দ্র শর্মা, সাং-রগুনাথপুর (হাজীপুর), ডাক-শমসেরনগর, থানা-কমলগঞ্জ, জেলা-মৌলভীবাজার এর দেহ ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।
বর্তমানে তিনি মদিনা মার্কেটস্থ পনিটুলা এলাকায় বসবাস করে আসছিলেন। সিলেটে তিনি একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। নিহত স্বপন বিবাহিত এবং এক ছেলে সন্তানের জনক।
স্থানীয়রা জানান, ঢাকা মেট্রো-ট ১৬-৭৭৩৪ নম্বরের ট্রাকটি তেমুখী বাইপাস হয়ে ঢাকায় যাওয়ার জন্য রওয়ানা হয়। আর স্বপন মোটরসাইকেলযোগে সুনামগঞ্জের জাউয়াবাজারে যাচ্ছিলেন। তেমুখী পয়েন্টে মোটরসাইকেল আসামাত্র ট্রাকটি এতে ধাক্কা দিলে স্বপন সড়কে পড়ে যান এবং পাথরবোঝাই ট্রাকটির নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
উক্ত দূর্ঘটনায় মোটর সাইকেলটিও দূমরে মুচড়ে যায়। ঘটনার পর পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘাতক ট্রাকের চালক মোঃ দেলোয়ার হোসেন (৪২), পিতা-মৃত শাহ এখলাছ মিয়া, সাং-মীরেরপাড়া, থানা-বাহুবল, জেলা-হবিগঞ্জকে আটক করে পুলিশ হেফাজতে নেন এবং পুলিশ ও উপস্থিত লোকজনের সহায়তায় এসআই(নিঃ)/দয়াময় দাস সহ সঙ্গীয় ফোর্স মৃত দেহ উদ্ধার পূর্বক সুরতহাল রিপোর্ট প্রস্তুত করতঃ লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন। বর্তমানে গাড়ি চলাচল স্বাভাবিক আছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। বিষয়টি জনাব মোঃ নাজমুল হুদা খান, অফিসার ইনচার্জ, জালালাবাদ থানা, এসএমপি, সিলেট নিশ্চিত করেন।