• ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

যুক্তরাষ্ট্রে বরফে পিচ্ছিল সড়কে সিরিজ দুর্ঘটনা

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২১
যুক্তরাষ্ট্রে বরফে পিচ্ছিল সড়কে সিরিজ দুর্ঘটনা

বি৭১নি ডেস্ক ::

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে বরফে পিচ্ছিল সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে শতাধিক গাড়ি একটি অপরটিকে পিছন থেকে ধাক্কা মারে। এ সিরিজ দুর্ঘটনায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
টেক্সাসের ফোর্ট ওর্থ এলাকায় স্থানীয় সময় বুধবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
টেক্সাস ইন্টারস্টেট-৩৫ সড়কে বরফে পিচ্ছিল হয়ে থাকা সড়কে ১৮ চাকার একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি যাত্রীবাহী বাসকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে।
এর ফলে ব্যাস্ত সড়কটিতে একে একে সামনের সব গাড়িতে পিছনের গাড়িগুলো ধাক্কা মারে। এর ফলে এ সিরিজ দুর্ঘটনার ঘটে।
খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রতিটি গাড়ি তল্লাশি করে আরোহীদের বের করে আনার চেষ্টা করছেন।