• ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৫শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

১১৭তম জন্মদিন উদ্‌যাপনের আগে পেলেন সুখবর

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২১
১১৭তম জন্মদিন উদ্‌যাপনের আগে পেলেন সুখবর

বি৭১নি ডেস্ক ::

ফ্রান্সের নাগরিক লুসিলা র‌্যানডন ইউরোপের সবচেয়ে প্রবীণ ব্যক্তি। ১১৭তম জন্মদিন উদ্‌যাপনের কয়েক দিন আগে তিনি পেলেন সুখবর। করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হয়েছেন তিনি।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ১৯৪৪ সাল থেকে পুরোপুরি খ্রিষ্টধর্ম প্রচারক হিসেবে নিযুক্ত হন লুসিলা। এর সঙ্গে তাঁর নামও বদলে যায়। পরিবর্তিত নাম হয় সিস্টার আঁন্দ্রে। ১৬ জানুয়ারি লুসিলা র‌্যানডন করোনা পজিটিভ ধরা পড়ে। কিন্তু এরপর তাঁর শরীরে করোনার মারাত্মক কোনো উপসর্গ দেখা যায়নি। স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, তিনি কখনো ভাবেননি, এটার (করোনা) বিরুদ্ধে জয়ী হবেন তিনি।
ফ্রান্সের দক্ষিণাঞ্চল তুলনের একটি অবসরোত্তর সরকারি ভবনে থাকেন লুসিলা। করোনায় আক্রান্ত হওয়ার পর তিনি অন্য বাসিন্দাদের থেকে একেবারে আইসোলেশনে চলে যান। এখন তিনি পুরোপুরি সুস্থ। বয়স বেশি হওয়ায় লুসিলা চোখে দেখেন কম। চলাফেরা করেন হুইলচেয়ারে। এরপরও তাঁর করোনা জয় সবার কাছেই বিস্ময়কর মনে হচ্ছে।
ওই অবসরোত্তর সরকারি ভবন সান্তা ক্যাথরিন লেবারের মুখপাত্র ডেভিড টাভেলা বলেছেন, তিনি (লুসিলা) খুবই সৌভাগ্যবান। এত বয়সেও তিনি করোনার বিরুদ্ধে জয়ী হয়েছেন। স্থানীয় একটি সংবাদপত্রকে টাভেলা বলেন, ‘তিনি তাঁর স্বাস্থ্যের বিষয়ে আমাকে কিছু জানাননি। কিন্তু অন্য বিষয় নিয়ে কথা বলেন। যেমন ঘুমাতে যাওয়া ও খাবারের সময়সূচি পরিবর্তন করা যায় কি না, সে বিষয়ে জানতে চেয়েছিলেন তিনি।’