• ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

আজ মোস্তাফিজের বদলে খেলছেন আবু জায়েদ

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২১
আজ মোস্তাফিজের বদলে খেলছেন আবু জায়েদ

বি৭১নি ডেস্ক ::

টসে জিতে ব্যাটিং করতে চেয়েছিল বাংলাদেশ। কিন্তু সেটি হয়নি। তিন পরিবর্তন নিয়ে খেলতে নামা বাংলাদেশ দল টসে হেরে বোলিংয়ে নেমে এখনো সাফল্যহীন।
চট্টগ্রাম টেস্টের একমাত্র ‘পেসার’ মোস্তাফিজুর রহমান ঢাকায় নেই। তাঁর বদলে আজ গতি বিভাগে আছেন আবু জায়েদ। তাঁর বলেই ওয়েস্ট ইন্ডিজ ওপেনার জন ক্যাম্পবলের বিপক্ষে এলবিডব্লুর আবেদনে আঙুল তুলেছিলেন আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ। কিন্তু রিভিউ নিয়ে সফল ক্যারিবীয় ব্যাটসম্যান। তাই উইকেট নেওয়ার আনন্দটা উপভোগ করতে গিয়েও পারেনি বাংলাদেশ। সকালের প্রথম সেশনে এখনো পর্যন্ত ১১ ওভার ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনিং ব্যাটসম্যান ভালোই খেলছেন। মোটামুটি স্বাচ্ছন্দ্যেই খেলছেন বলা চলে। এ প্রতিবেদন লেখার সময় ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ বিনা উইকেটে ৪৪। ক্রেইগ ব্রাফেট ১৭ আর ক্যাম্পবেল ২৭ রানে অপরাজিত।
এখনো পর্যন্ত তিন বোলার ব্যবহার করেছে বাংলাদেশ—আবু জায়েদ, মেহেদী হাসান মিরাজ আর নাঈম হাসান। পেসার জায়েদই এখনো পর্যন্ত বেশি নম্বর পাচ্ছেন।