• ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

টিকা নিলেন মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও মুক্তিযোদ্ধার সন্তান

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ১০, ২০২১
টিকা নিলেন মুক্তিযোদ্ধা,  জনপ্রতিনিধি ও মুক্তিযোদ্ধার সন্তান

 

সিলেটে টিকা নিলেন মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও মুক্তিযোদ্ধার সন্তান

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সিলেটে টিকাদান চলছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) সকালে এমএজি ওসমানী হাসপাতালের বুথে এ টিকা দেওয়া শুরু হয়। এতে টিকা গ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা, কাউন্সিলর সহ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরা।
টিকা গ্রহণ শেষে তারা বলেন, টিকা নিয়ে ভয় পাবার কিছু নেই, মাত্র কয়েক সেকেন্ডের মাধ্যমে আমরা প্রত্যেকে টিকা গ্রহণ করেছি, তাই সবাইকে ভয় না পেয়ে টিকা গ্রহণের আহ্বান জানান। পাশাপাশি টিকা নিয়ে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বুথে টিকা নেন সিলেট জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ, মুক্তিযোদ্ধা যুবকমান্ড কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মনোজ কপালী মিন্টু, সিলেট জেলা মুক্তিযোদ্ধা যুবকমান্ডের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক প্রকৌশলী আলাউদ্দিন আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান মির্জা, জেলা সন্তান কমান্ড নেতা মো. সুজন মিয়া, সিলেট মহানগর আওয়ামী লীগের ১১নং ওয়ার্ড সভাপতি মো. সালেহ আহমদ বক্স সালাই, রহমানিয়া প্রতিবন্ধী কলাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও নির্বাহী পরিচালক মো. আতাউর রহমান খান শামছু।প্রেস বিজ্ঞপ্তি