• ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

তুরস্কের টিভি সিরিজ দেখে ইসলাম গ্রহণ করেছেন মার্কিন নারী

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ৬, ২০২১
তুরস্কের টিভি সিরিজ দেখে ইসলাম গ্রহণ করেছেন মার্কিন নারী

বি৭১নি ডেস্ক ::
তুরস্কের একটি জনপ্রিয় টিভি সিরিজ দেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এক মার্কিন নারী। ‘রেসুররেকশন : আরতুগ্রুল’ নামের ওই সিরিজ দেখে তিনি ইসলাম গ্রহণ করেছেন বলে জানিয়েছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়, ইসলাম ধর্ম গ্রহণের পর যুক্তরাষ্ট্রের উইসকনসিনের বাসিন্দা ওই নারীর নাম রাখা হয় খাদিজা। তিনি নেটফ্লিক্সে প্রথম এই সিরিজ দেখেন। তিনি বলেন, ‘ওই সিরিজটি যখন চোখে পড়ল, তখন দেখা শুরু করলাম। ওই সিরিজের কয়েকটি পর্ব দেখার পর ইসলামের প্রতি আমার আগ্রহ তৈরি হলো।’
সিরিজটি সম্পর্কে ওই নারী বলেন, ‘এটি এমন একটি ইতিহাস, যা সম্পর্কে আমি কিছুই জানতাম না।’ মহিউদ্দিন ইবনে আরাবির সংলাপগুলো তার জীবনের একটি নতুন অর্থ দাঁড় করিয়ে দিয়েছে। তার (মহিউদ্দিনের) কথাগুলো তাকে অনেক ভাবিয়েছে। তাকে মাঝে মাঝে কাঁদিয়েছেও।
এই সিরিজের প্রতিটি পর্ব তিনি চারবার করে দেখেছেন। তিনি আবারও দেখা শুরু করেছেন। সিরিজটি ইসলামের প্রতি তার দৃষ্টিভঙ্গির ওপর দারুণ প্রভাব ফেলেছিল বলে জানান।
তিনি বলেন, ‘আমি নতুন ইতিহাস শিখতে পছন্দ করি। এটি দেখে আমার চোখ খুলে গেছে, আমি ধর্ম সম্পর্কে যা জানি সে বিষয়ে। আমি এই বিষয়ে আরও জানতে চেষ্টা করি।’
ওই নারী জানান, ইতিহাস নিয়ে জানার কৌতূহলই মূলত তাকে এই সিরিজের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। এই সিরিজ দেখার পরে তিনি ইসলাম সম্পর্কে জানতে শুরু করেন।
ইসলাম গ্রহণের আগে ওই নারী ছিলেন একজন ব্যাপটিস্ট ক্যাথলিক। ইসলাম নিয়ে তার সমস্ত প্রশ্নগুলো পরিষ্কার হয়ে গেছে। শেষ পর্যন্ত তিনি ইসলামের প্রতি আরও আগ্রহী হয়ে ওঠেন। ইসলাম সম্পর্কে আরও জানার জন্য কুরআনের ইংরেজি ভার্সন পড়ার বিষয়টি উল্লেখ করে তিনি মুসলিম হওয়ার সিদ্ধান্ত নেন। পরে এই প্রক্রিয়াটি ব্যাখ্যাও করেন। একপর্যায়ে তিনি আশেপাশের একটি মসজিদে প্রবেশ করে তার ব্যাপারে বলেন। তাকে দেখে মুসলিমরা বিস্মিত হন। তিনি বলেন, ‘আমি ঠিক সেদিনই মুসলিম হয়েছি।’