• ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

তাইজুল দিয়েছেন দিন শুরুর সুসংবাদ

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ৫, ২০২১
তাইজুল দিয়েছেন দিন শুরুর সুসংবাদ

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় সেশনে বোলিংয়ে বাংলাদেশ। আজ শুক্রবার ম্যাচ শুরুর সকালটা আনন্দ নিয়েই শুরু করেছে টাইগার বোলাররা। স্পিনার তাইজুল ইসলাম এনে দিয়েছেন দিন শুরুর সুসংবাদ। তার ঘূর্ণি জাদুতে সাজ ঘরে ফিরে গেছেন ক্যারিবীয় ব্যাটসম্যান এনক্রুমাহ বোনার।
তাইজুলের হালকা আউট সুইং বলটি বোনারের ব্যাটে লেগে প্রথম স্লিপে দাঁড়ানো নাজমুল হোসেন শান্তর হাতে চলে যায়। ১৭ রান করে দিনের প্রথম বলেই সাজ ঘরে ফেরেন বোনার।
গতকাল বৃহস্পতিবার টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরির দিনে অনবদ্য ছিল পুরো দল। উইন্ডিজ ব্যাটসম্যানদের সাপ-লুডোর ছকে ফেলে ভিরমি খাইয়ে দিচ্ছেন মোস্তাফিজ। জোড়া আঘাতে তিনি নাস্তানাবুঁদ করে দিয়েছিলেন ক্যারিবীয়ানদের। ৪৩০ রানে বাংলাদেশ দলকে অল আউট করে উইন্ডিজ দল ব্যাটিংয়ে নেমেই হারায় প্রথম উইকেট। ম্যাচের পঞ্চম ওভারে মুস্তাফিজের বলে এলবিডব্লিউ’র শিকার হয়ে মাত্র তিন রান করে সাজঘরে ফেরেন উইন্ডিজ ওপেনার জন ক্যাম্পবেল। তিনি ১৫ বলে করেন ৩ রান।
দলীয় ২৪ রানে দ্বিতীয় উইকেট হারায় সফরকারীরা। ইনিংসের ১১তম ওভারের শেষ বলে শায়নে মোসলেকেও এলবিডব্লিও’র ফাঁদে পেলেন মোস্তাফিজুর রহমান। ২৩ বল মোকাবেলা করে ২ রান করেন তিনি।
শুরুতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়লেও দিন শেষে আর কোন উইকেট হারায়নি ওয়েস্ট ইন্ডিজ। ২৯ ওভারে ২ উইকেটে ৭৫ রানেই দিন শেষ করেছে ক্যারিবীয়রা। ব্যাট হাতে ওপেনিংয়ে নেমে অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ক্রিজে আছেন।
পেসার সহায়ক পিচ না বলেই টাইগার দলে চারজন স্পিনার রাখা হয়েছে। তবে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামের বোলিং ইনিংসে উজ্জ্বল দ্য ফিজ।
এদিকে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৪৩০ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ। বৃহস্পতিবার দ্বিতীয় দিন ব্যাট হাতে আট নম্বরে উইকেটে নেমে টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে ১০৩ রানে আউট হন মিরাজ।
মিরাজ ছাড়াও সাকিব আল হাসান ৬৮, ওপেনার সাদমান ইসলাম ৫৯ ও মুশফিকুর রহিম-লিটন দাস ৩৮ রান করে করেন। বুধবার টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশের দিন শেষে সংগ্রহ ছিল ৫ উইকেটে ২৪২ রান।