নিজস্ব প্রতিবেদক ::
সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের নামে সিলেট নগরীর বন্দরবাজারে ‘কামরান চত্বর’ সিদ্ধান্ত নিয়েছিল সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। সিদ্ধান্ত চূড়ান্ত অনুমোদনের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এখনও পাঠানো হয়নি। উল্টো নামকরণের ছয় মাসের মাথায় সিটি পয়েন্টে সাঁটানো ‘জনতার কামরান চত্বর’ লেখা বোর্ডটি গায়েব হয়ে গেছে!
সাইবোর্ড গায়েব প্রসঙ্গে মহানগর আওয়ামী লীগের সহসাধারণ সম্পাদক, সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ বলেন, সিটি কর্পোরেশনের কোনো কর্মকর্তা যদি কামরান চত্বরের সাইবোর্ড নিয়ে যান এ দায় মেয়র আরিফুল হক চৌধুরী এড়াতে পারেন না। এটি দুঃখজনক।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর বলেন, সাবেক মেয়র কামরানের নামে চত্বরের নামকরণ সংক্রান্ত সভার সিদ্ধান্ত এরই মধ্যে মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। সিসিকের মাসিক সভার সিদ্ধান্তের পর থেকে স্থানটিকে কামরান চত্বর নামেই অভিহিত করা হচ্ছে। সিসিকের পক্ষ থেকে এ স্থান থেকে সাইবোর্ড সরান হয়নি। কেউ যদি আমার নাম জড়িয়ে বলে থাকেন-সাইবোর্ড আমি সরিয়ে নিয়েছি-আমি তাঁকে বলবো, আমি ছোট এবং নোংরা মানসিকতার মানুষ নই।
গত বছরের ১৫ জুন সাবেক মেয়র কামরান কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এরপর জুলাই মাসে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নিয়মিত মাসিক সভায় নগর ভবনের সামনের চত্বরটির নাম রাখা হয়েছিল ‘জনতার কামরান চত্বর’। কামরান তৎকালীন সিলেট পৌরসভার সর্বকনিষ্ঠ কমিশনার ও চেয়ারম্যান থেকে শুরু করে সবশেষে সিসিকের প্রথম মেয়র নির্বাচিত হন।
গত বছরের ২৭ জুলাই দুপুরে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে সিটি পয়েন্টে এসে স্থানটিকে ‘জনতার কামরান চত্বর’ ঘোষণা করে সাইনবোর্ড সাঁটিয়ে দেন।