• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

১৪ দিনের রিমান্ডে সু চি

bijoy71news
প্রকাশিত ফেব্রুয়ারি ৩, ২০২১
১৪ দিনের রিমান্ডে সু চি

বি৭১নি ডেস্ক :
সেনাবাহিনীর হাতে আটক মিয়ানামারের নেত্রী অং সান সু চিকে ১৪ দিনের রিমান্ডে নিয়েছে দেশটির পুলিশ। এর আগে অবৈধভাবে যোগাযোগ সরঞ্জামাদি আমদানির অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সু চির রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির মুখপাত্র কি টো আজ বুধবার এক ফেসবুক পোস্টে এ তথ্য জানায়। ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত (১৪ দিন) অং সান সু চিকে আটক রাখা হবে।
কি টো ফেসবুক পোস্টে বলেন, ‘আমরা নির্ভরযোগ্য তথ্য পেয়েছি যে, দাখিনাথিরি আদালত আমদানি-রপ্তানি আইন লঙ্ঘনের অভিযোগে দায়ের করা মামলায় রিমান্ড মঞ্জুর করেছে।
তিনি আরও বলেন, ‘দেশের ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতি উইন মিন্ট দুর্যোগ ব্যবস্থাপনা মামলায় ইতিমধ্যে পুলিশি রিমান্ডে রয়েছেন।’
মিয়ানমারের রাজধানী নেপিডোর একটি থানা থেকে রয়টার্সের পাওয়া নথিতে বলা হয়, সু চির বাসভবন তল্লাশি করে সেনা কর্মকর্তারা রেডিও খুঁজে পেয়েছেন, যা অবৈধভাবে আমদানি করা হয়। এ ধরনের রেডিও ব্যবহারের অনুমতিও ছিল না বলে নথিতে বলা হয়।
মিয়ানমার পুলিশ দেশটির প্রেসিডেন্ট উইন মিন্টের বিরুদ্ধেও একটি অভিযোগ দায়ের করেছে। প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা আইনে ওই অভিযোগ দায়ের করা হয়েছে।