• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

ব্যায়বহুল নগরী প্যারিস!

bijoy71news
প্রকাশিত নভেম্বর ২১, ২০২০

চৌধুরী মারূফ, ফ্রান্স

লন্ডনভিত্তিক বিখ্যাত গণমাধ্যম দ্য ইকোনোমিস্টের ইন্টেলিজেন্স ইউনিট প্রকাশ করেছে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নগরীর তালিকা পৃথিবীর ১৩৩টি দেশের বিভিন্ন শহরের ওপর গবেষণা জরিপ চালিয়ে তালিকা প্রকাশ করা হয় ২০১৯ সালের বছর অর্থাৎ ২০২০ সালেও পৃথিবীর সবচেয়ে ব্যায় বহুল নগরীর তালিকায় রয়েছে ফ্রান্স

 

 ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় সবকিছুর দাম তুলনা মূলক চওড়া জীবন ধারণের জন্য একজন ব্যক্তিকে মাস শেষে সর্বনিম্ন খরচ করতে হয় সাড়ে তিনশ থেকে চার ইউরোর মত যা ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে বেশি 

 

ফ্রান্সের রাজধানী প্যারিসে বিগত তিন বছরে বেড়েছে বাংলাদেশী নাগরিকদের বসবাস বেড়েছে বাংগালী সংস্কৃতি,খাদ্য, আচার অনুষ্ঠানের চর্চা ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটি সোসাইটি, ট্যাক্স অফিসের ওয়েবসাইট এর বিভিন্ন তথ্য অনুসারে প্যারিসে আনুমানিক সাত হাজারের উপর বিভিন্ন বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে যেগুলোর মধ্যে রেস্টুরেন্ট, সেলুন, মোবাইল ইলেকট্রনিকস সামগ্রী এবং স্টেশনারী দোকান বেশি 

 

বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ঘুরে পাওয়া তথ্য অনুসারে, প্যারিসে ২০ কেজি চালের দাম নূন্যতম ৩২ ইউরো যেখানে পর্তুগাল বা গ্রীসে একই ধরনের চালের দাম সাতাশ থেকে আটাশ ইউরোর মধ্যে সীমাবদ্ধ  

 

২০১৮ সালে গ্রীসে বসবাস করা সুনামগঞ্জের ইমরান হোসেন গত ফেব্রুয়ারী মাস থেকে বসবাস করছেন প্যারিসের ্যু সেন মোর এলাকায় তার সাথে কথা বলে জানা যায়, গ্রীসে যেখানে ২০০ ইউরো খরচ করে পুরো মাসের থাকা খাওয়া হয়ে যেতো সেখানে প্যারিসে এসে তার প্রতি মাসে খাবার এবং বাসা ভাড়ায় খরচ হচ্ছে ৩৭০ ইউরোর মত অন্যান্য দেশের তুলনায় জিনিস পত্রের দাম বেশি প্যারিসে 

 

প্যারিসে বসবাস করা একজন চাইনিজ তাবাক (তামাকজাত দ্রব্য) ব্যবসায়ী জানালেন, প্রতি প্যাকেট তাবাকে তাদেরকে সাধারণ ইউরো ত্রিশ সেন্টি করে ট্যাক্স দিতে হয় রাজস্ব বিভাগে সেখানে পাশ্ববর্তী বেলজিয়ামে মাত্র দশমিক ৬০ সেন্টি করে ট্যাক্স পেমেন্ট করা হয়

 

উল্লেখ্য,বিভিন্ন ধরনের ১৩৮টি পণ্যের বাজারমূল্য এবং একই সাথে প্রয়োজনীয় পরিষেবাকে মানদণ্ড হিসেবে বিবেচনা করে তালিকা প্রকাশ করা হয় পৃথিবীর অন্যতম প্রভাবশালী বাণিজ্যিক নগরী নিউ ইয়র্ককে আদর্শ হিসেবে ধরে অন্যান্য শহরগুলোর সাথে তুলনামূলক পার্থক্যের বিচারে নির্ধারণ করা হয় কোন শহরের জীবনযাত্রার ব্যয় কেমন