শায়েস্তাগঞ্জ প্রতিনিধি :
শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর থেকে তক্ষকসহ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।
মঙ্গলবার (২ জুন) বিকালে এদের গ্রেফতার করা হয়। এ সময় প্রতারক চক্রের মূল হোতা পালিয়ে যায়। এদের বিরুদ্ধে প্রতারক ও বন্যপ্রাণী আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, মৌলভীবাজার সদরের রাখা গ্রামের মৃত আনোয়ার খাঁনের ছেলে সুলতান খাঁন (৩৫), চাঁনপুরের আব্দুল জলিলের ছেলে সাবির মিয়া (২২) ও হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জহুরপুরের মৃত ছুরুক মিয়ার ছেলে মাসুক আহমদ (৪২)।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চক্রটি জেলার নবীগঞ্জ এলাকা থেকে তক্ষক নিয়ে ঢাকায় যাচ্ছিল। গোপন সংবাদে খবর পেয়ে এদের গ্রেফতার করা হয়। এ চক্রের বাকী সদস্যদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।