• ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ , ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে জমাদিউস সানি, ১৪৪৬ হিজরি

শায়েস্তাগঞ্জে পৌর মেয়রের বাড়ি লকডাউন

bijoy71news
প্রকাশিত জুন ২, ২০২০

শায়েস্তাগঞ্জ প্রতিনিধিঃ 

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র ছালেক মিয়ার বাড়ির এক ভাড়াটিয়া করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার কারণে তার বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লাল কাপড় টানিয়ে লকডাউন করেছেন প্রশাসন। সোমবার (০১ জুন) দুপুর ২ টার দিকে উপজেলার নির্বাহী কর্মকর্তার নির্দেশে পৌর মেয়রের বাড়ি লকডাউন করা হয়।

লকডাউনের সময় শায়েস্তাগঞ্জ থানার পুলিশসহ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমী আক্তার উপস্থিত ছিলেন। এসময় মারা যাওয়া ওই ভাড়াটিয়ার সঙ্গে বসবাসকারী ৫ জনকে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

সূত্র জানায়, সোমবার (১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে শায়েস্তাগঞ্জ পৌর মেয়রের ভাড়টিয়া সুমন চন্দ্র মোহন্ত (২৬) মারা যান। এখবর পেয়ে উপজেলা প্রশাসন পৌর মেয়রের বাড়ি লকডাউন করে এবং সুমনের সঙ্গে বসবাসকারিদের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়।

সুমন মোহন্ত আরএফএল কোম্পানীর ইটালিয়ানো গ্রুপে সেলস অফিসার হিসেবে শায়েস্তাগঞ্জ, চুনারুঘাট ও বাহুবল এরিয়ায় কর্মরত ছিলেন। তার বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ এলাকায়।

উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার বলেন, করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া সুমন পৌর মেয়র ছালেক মিয়ার যে বাড়িতে ভাড়া থাকতেন সেই বাড়িটি লকডাউন করা হয়েছে। একই সঙ্গে নিহত সুমনের সঙ্গে বসবাসকারী আরও ৫ যুবককে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং যেকোন প্রয়োজনে উপজেলা প্রশাসন তাদের পাশে থাকবে।