• ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

করোনার লক্ষণ নিয়ে মারা গেলেন ইউপি সচিব

bijoy71news
প্রকাশিত মে ২৭, ২০২০

নিজস্ব প্রতিবেদক ::
সিলেটে করোনার লক্ষণ নিয়ে এক ইউপি সচিব মারা গেছেন। তিনি সিলেটর জৈন্তাপুর উপজেলার সদর ইউনিয়ন পরিষদের সচিব ছিলেন। মৃত আবুল হোসেন আজ বুধবার (২৭ মে) দুপুরে সিলেটের ডা. শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি মঙ্গলবার দিবাগত রাত ২টায় শামসুদ্দিন হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
এ বিষয়ে শামসুদ্দিন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশান্ত কুমার মহাপাত্র জানান, করোনার উপসর্গ নিয়ে আবুল হোসেন মঙ্গলবার দিবাগত রাত ২টায় হাসপাতালে ভর্তি হন। তার শ্বাসকষ্ট বেশি ছিলো। বুধবার দুপুর সাড়ে ১২টায় মৃত্যুর কোলে ঢলে পড়েন আবুল হোসেন। রিপোর্ট আসলে জানা যাবে তিনি করোনা আক্রান্ত ছিলেন কি-না।