• ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ , ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ , ১৫ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ওয়াদা দিচ্ছি, নির্বাচিত হলে সর্বোচ্চ নাগরিক সুবিধা পাবেন—জাকির

bijoy71news
প্রকাশিত এপ্রিল ২২, ২০১৬

zakir pic-22.04.2016বিজয় ৭১ নিউজ::

দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী, সিলেট মহানগর যুবলীগের সিনিয়ির সদস্য, মহানগর ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সদস্য জাকিরুল আলম জাকির বলেছেন, বিগত ১৮ বছর কুচাই ইউনিয়নবাসী দৃশ্যমান কোনো উন্নয়ন দেখতে পাননি। ১৮ বছর থেকে নানা অজুহাতে ইউনিয়নবাসীকে উন্নয়ন বঞ্চিত রাখা হয়েছে। মানুষ নাগরিক সুবিধা পাননি। অনেক বিধবা মা, প্রতিবন্ধি শিশু, গরীব মেধাবী ছাত্র-ছাত্রী পাননি তাদের প্রাপ্ত ভাতা। ১৮ বছরের মধ্যে একটি গ্রামেও সড়কবাতি লাগানো হয়নি। তিনি বলেন, প্রিয় ইউনিয়নবাসী আপনারা ঐতিহ্যের প্রতীক নৌকায় ভোট দিন; আপনাদের সকল নাগরীক সুবিধা নিশ্চিত করা হবে। ওয়াদা দিচ্ছি, রাস্তাঘাটের উন্নয়ন, সড়কবাতি লাগানো এবং সব ধরনের নাগরিক সুবিধা আপনাদের পরামর্শ নিয়ে নিশ্চিত করব।
তিনি শুক্রবার (২২ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুচাই ইউনিয়নের পশ্চিমভাগ আবাসিক এলাকায় গণসংযোগকালে ভোটারদের উদ্দেশে এসব কথা বলেন।
গণসংযোগে তাঁর সঙ্গে ছিলেন, কুচাই ইউনিয়নের বিশিষ্ট মুরুব্বি, প্রবীণ রাজনীতিবিদ সৈয়দ আবুল কাশেম মন্টু, মুরব্বী মহি উদ্দিন আহমদ, আব্দুল আহাদ পংকি, জুনেদ আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহমান আনা মিয়া, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, হাসান মাহমুদ মসরু, গোলাম হাফিজ লোহিত, রফিকুল ইসলাম রফু, আওয়ামী লীগ নেতা শাহ আলী রেজা, হাজী গোলজার আহমদ, সাদেক আহমদ, কামাল মিয়া, রাকিব আলী, বাহার উদ্দিন, খলকু মিয়া, হাজী জানু মিয়া, সিরাজ মিয়া, আজির উদ্দিন আজির, কুচাই ইউনিয়ন যুবলীগের সভাপতি ইকবাল হোসেন মিটু, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এহতেশাম হাসান লয়েছ, যুবলীগের সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, ম্যানজেস্টার ইউনাইটেল কুচাই ক্লাবের সভাপতি নুরুল আলম সুকন, জাবেদ আহমদ, রাজু আহমদ, রিপন আহমদ, লিটন আহমদ, সুলতান আহমদ, আশুক আহমদ, প্রবাসী সুমন আহমদ, রিমন আহমদ, সৈয়দ নিয়াজ, বাবুল প্রমুখ।