নিজস্ব প্রতিবেদক ::
ছবির এ যুবকেরা ত্রাণ গ্রহীতা নন। তারা বেষ্ট চয়েস ওয়েল ফেয়ার ফাউন্ডেশন ইউকে নামক একটি সংগঠনের ডাকে স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন। তারা প্রত্যেকেই বস্তাবন্দি খাবার নিয়ে ছুটছেন মধ্যবিত্ত পরিবারের কাছে। সবচেয়ে বড় বিষয় যেসব পরিবারের কাছে তারা খাদ্যসামগ্রী উপহার হিসেবে নিয়ে যাচ্ছেন-তা সেসব পরিবার জানে না। গ্রহীতাদের পরিচয় গোপন রেখেই এ কার্যক্রমটি পরিচালনা করছে এ সংগঠন।
শুক্রবার সিলেট নগরীর শাহী ঈদগাহের ৭০টি মধ্যবিত্ত পরিবারকে এক মাসের খাদ্যসামগ্রী উপহার দিয়েছে বেষ্ট চয়েস ওয়েল ফেয়ার ফাউন্ডেশন ইউকে। এই সংগঠনটির অর্থায়নে পুরো রমজান মাস ১২০ জন অসহায় মানুষকে ইফতার বক্স দেওয়া হবে বলে জানিয়েছেন ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত, সিলেট মহানগর যুবলীগের প্রতিষ্ঠাতা সদস্য, প্রবাসী কমিউনিটি নেতা এমদাদুর রহমান ফরহাদ।
ফরহাদ বলেন, ‘এরআগে প্রায় হাজার খানেক অসহায় পরিবারকে খাদ্যসামগ্রী উপহার দিয়েছেন তারা। পরিস্থিতি অনুকূলে না আসার আগ পর্যন্ত তাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।’
দেশে ফাউন্ডেশনের দায়িত্বপ্রাপ্ত ফরহাদ খান সুমন বলেন, সবচেয়ে বড় বিষয় ফরহাদ প্রবাসে থাকলেও দেশের প্রতি তার টান এবং মানুষের প্রতি ভালোবাসায় আমি মুগ্ধ হয়ে তাঁকে সাথে নিয়ে এ সংগঠনের কাজ শুরু করেছি।
এদিকে শুক্রবার ৭০টি মধ্যবিত্ত পরিবারকে খাদ্যসহায়তা দেওয়ার আগে বেষ্ট চয়েস ওয়েল ফেয়ার ফাউন্ডেশন ইউকের উদ্যোগে মিলাদ ও দুআ মাহফিল অনষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন-ফজলুল হক, ফারুক আহমদ, নাজমুল ইসলাম এহিয়া, আমিনুর রহমান পাপ্পু। মিলাদ শেষে দুআ পরিচালনা করেন বড়লেখী হুজুর।
খাদ্য উপহার ঘরে ঘরে পৌছে দেন, অপ্লু আহমদ, হুমায়ুন কবির, মাছুম, স্বপন আহমদ, সামসুর রহমান হিরা, শাহরিয়ার হোসেন, সাঈদ আহমদ চৌধুরী, সাকু আহমদ, জাহিদুল ইসলাম, এনাম, জুনেদ আহমদ, মোবারক আলী, কছির ভুইয়া, মইনুল ইসলাম বিজয়, নোবেল আহমদ, সুমন আহমদ, নোমান, হৃদয় আহমদ, জাকারিয়া, মামুন আহাদ প্রমুখ।