• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

চিকিৎসক হয়ে জনগণের পাশে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী

bijoy71news
প্রকাশিত এপ্রিল ৭, ২০২০

বি৭১নি ডেস্ক ::

প্রাণঘা’তী করোনা ভাইরাসের প্রাদু’র্ভাব বেড়েই চলেছে আয়ারল্যান্ডে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আ’ক্রান্ত হয়েছেন ৪ হাজার ৯৯৪ জন এবং মৃ’ত্যু হয়েছে ১৫৮ জনের।

এমন অবস্থায় করোনা আ’ক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা দিতে এবং স্বাস্থ্যকর্মীদের সঙ্গে একযোগে কাজ করতে চিকিৎসা পেশায় ফিরেছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী ডা. লিও ভারাদকার। স্থানীয় আইরিশ টাইমসের বরাত দিয়ে বিবিসি ও স্কাই নিউজ এই খবর দিয়েছে।
খবরে বলা হয়েছে, চিকিৎসক হিসেবে পুনরায় রেজিস্ট্রেশন করেছেন লিও ভারাদকার। তিনি অন্যান্য স্বাস্থ্যকর্মীর মতো কাজ করার প্রস্তাব দিয়েছেন।

আইরিশ পার্লামেন্টে নির্বাচিত হওয়ার আগে হাসপাতালের চিকিৎসক হিসেবে কাজ করেছেন ভারাদকার। তিনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হওয়ার এক বছর আগে ২০১৩ সালে চিকিৎসা পেশা ত্যাগ করেন।