কমলগঞ্জ প্রতিনিধি ::
করোনা সংক্রমণ ঠেকাতে কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের উত্তর পতনউষার গ্রামের মফিজ মিয়ার বাড়িসহ ৪টি বাড়ি লকডাউন করেছে উপজেলা প্রশাসন।
করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির পার্শ্ববর্তী গ্রাম গোপালনগর থেকে আসা এক ব্যক্তি কমলগঞ্জের পতনউষারে শ্বশুরবাড়িতে অবস্থান করায় সোমবার (৬ এপ্রিল) বিকেল ৪টায় ৪টি বাড়ি লকডাউন করে লাল পতাকা উড়িয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশেকুল হক। এ ঘটনায় গোটা এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পতনউষার ইউনিয়ন থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে অবস্থিত রাজনগর উপজেলায় করোনায় আক্রান্ত মৃত ব্যক্তির গ্রাম আকুয়া। ওই গ্রামের পার্শ্ববর্তী গোপালনগর গ্রাম থেকে আজ সোমবার সকালে এক ব্যক্তি উত্তর পতনউষারে অবস্থিত তার শ্বশুরবাড়িতে (মফিজ মিয়ার বাড়ি) বেড়াতে আসেন। এ সংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পুলিশ ও মেডিকেল টিম ঘটনাস্থলে গিয়ে মফিজ মিয়ার পরিবারসহ আশপাশের ৪টি বাড়ি লকডাউন ঘোষণা করেন। এসময় বাড়ির সীমানায় লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয় এবং আশপাশে কাউকে যাতায়াত করতে না দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, পার্শ্ববর্তী রাজনগরের টেংরা ইউনিয়নটি লকডাউন করা হয়েছে। করোনায় মৃত ওই ব্যক্তির পাশের গ্রাম গোপালনগর থেকে এক লোক পতনউষারে তার শ্বশুরবাড়িতে আসায় ওই গ্রামের ৪টি বাড়ি লকডাউন করা হয়েছে, যাতে করে অন্য মানুষের সংস্পর্শে বাড়ির লোকজন না যান। স্থানীয় চেয়ারম্যান ওই ৫টি বাড়িতে খাদ্যসামগ্রী পৌঁছে দেবেন।