• ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ছাড়ালো ৫০ হাজার, আক্রান্ত ১০ লাখের বেশি মানুষ

bijoy71news
প্রকাশিত এপ্রিল ৩, ২০২০

বি৭১নি ডেস্ক :
বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। আর এই ভাইরাসে গত তিন মাসে প্রাণ হারিয়েছে ৫০ হাজারের বেশি মানুষ।
ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, বিশ্বের ২০৩টি দেশ ও দুটি অঞ্চলের ১০ লাখ ১৫ হাজার ৪৬৬ জন আক্রান্ত হয়েছে প্রাণঘাতী এই ভাইরাসে। মৃত্যুবরণ করেছে ৫৩ হাজার ১৯০ জন। এ ছাড়া এই ভাইরাসের সঙ্গে লড়াই করে সুস্থ হয়েছে প্রায় ২ লাখ ১২ হাজার ২২৯ জন।
গত বছরের ডিসেম্বরে শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া নতুন ধরনের এই ভাইরাস। মার্চ মাসের শুরুর দিনেও এ ভাইরাসে মৃতের সংখ্যা ছিল ৩ হাজারের মতো।
মৃতের হার আশঙ্কাজনকহারে বৃদ্ধি পেয়ে গত এক মাসে প্রায় ৪৭ হাজার মানুষ প্রাণ হারিয়েছে এ ভাইরাসে।
চীন থেকে উৎপত্তি হলেও এই ভাইরাস এখন অন্যান্য দেশে ভয়াবহ আকার ধারণ করেছে। সবচেয়ে বেশি মৃতের সংখ্যা ইতালিতে। যেখানে প্রায় ১৪ হাজার মানুষ প্রাণ হারিয়েছে এ ভাইরাসে। এরপর আছে স্পেন ও যুক্তরষ্ট্র। স্পেনে প্রায় সাড়ে ১০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রে প্রাণ হারিয়েছে ৬ হাজারের বেশি মানুষ।
আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে, যেখানে প্রায় আড়াই লাখ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছে।
সরকারি তথ্যমতে, বাংলাদেশে এখন পর্যন্ত ৫৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার মধ্যে প্রাণ হারিয়েছেন ছয়জন।