• ২০শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ , ৫ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৯শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

জেলা ফুটবল খেলোয়াড় আমিনের পাশে রাসেল : অন্ত্রোপাচারে প্রয়োজন অনেক টাকা

bijoy71news
প্রকাশিত নভেম্বর ২৯, ২০১৯
জেলা ফুটবল খেলোয়াড় আমিনের পাশে রাসেল : অন্ত্রোপাচারে প্রয়োজন অনেক টাকা

সিলেট জেলা দলের তরুণ ফুটবলার দক্ষিণ সুরমার কুচাই এলাকার ঐতিহ্যবাহী জনতা ক্লাবের স্ট্রাইকার আমিনের চিকিৎসায় অনেক টাকা প্রয়োজন। দীর্ঘদিন থেকে পায়ের লিগাম্যান্টরী ইনজুরির কারণে মাঠ ছাড়া রয়েছেন প্রতিভাবান আমিন। তার চিকিৎসকেরা জানিয়েছেন আমিনের পায়ে অস্ত্রোপাচার করতে হবে। এতে অনেক টাকা খরচ হবে।
এদিকে আমিনের চিকিৎসার জন্য তার পাশে দাড়িয়েছেন তরুন উদ্যোক্তা শাহরিয়ার রাসেল। সিলেট ড্রিংকিং ওয়াটার এর স্বত্তাধিকারী শাহরিয়ার আহমেদ রাসেল আমিনুর ইতোমধ্যে আমিনকে ৫০ হাজার টাকা তুলে দিয়েছেন।
উল্লেখ্য, আমিন আহমদ সিলেট, চট্টগ্রাম ও ঢাকা ফুটবল লীগের হয়ে বিভিন্ন সময় জেলা ও উপজেলা পর্যায়ের একাধিক টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। কিন্তু প্রতিভাবান এই খেলোয়াড় বিগত ১ বছর যাবত হাঁটুর ইনজুরির কারণে মাঠে পারফর্মেন্স থেকে বিরত আছেন। চিকিৎসার খরচ ব্যয়বহুল হওয়ায় তার পরিবারের পক্ষে তা বহন করা সম্ভব হচ্ছে না।

আমিনুর রহমানকে আর্থিক সাহায্য করতে নিম্নলিখিত বিকাশ নাম্বারটি দেয়া হল।
(আমিনুর রহমান – ০১৭৩১৭৫১৬৭৩)